পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Valentine's Day 2022: অতিমারির সময়, Valentine's Day-র উদ্যাপন হোক বাড়িতেই, কীভাবে স্পেশাল হবে দিনটি
করোনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে চান না। তার মধ্যে অনেকের আবার এমনিতেই বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। কারণ তাঁরা ভিড় পছন্দ করেন না। কিন্তু বাড়িতে ভ্যালেনটাইনস কাটানো মানেই কি, সেটি ম্যাড়ম্যাড়ে? মোটেই তা নয়।
বাড়িতেও দারুণভাবে কাটাতে পারেন এই দিনটি। কী কী করবেন আজ? রইল সন্ধান।
- আপনার প্রিয় মানুষটির সঙ্গে আজ একের পর এক সিনেমা দেখুন। প্রথমেই বেছে নিন কিছু প্রেমের ছবি। দুপুরের খাওয়াদাওয়ার পর থেকেই শুরু করে দিন এই মুভি-ম্যারাথন। চলুক না সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। দিনটি হয়তো খুব খারাপ কাটবে না। মন ভরে যাবে প্রেমে।
- ফেব্রুয়ারি মাসের অর্ধেক প্রায় কেটেই গিয়েছে। এর মধ্যেও ঠান্ডা বিশেষ কমেনি। তাই প্রেমের দিনটি কাটুক শীতের মেজাজেই। আজ বাড়িতেই হোক পিকনিক। ভালোবাসার মানুষটি তো বটেই, অন্য যুগলদেরও ডেকে নিতে পারেন বাড়িতে। ঘরে হোক, কিংবা ছাদে— আজ করুন পিকনিক। খাবার আনিয়ে নিতে পারেন। কিংবা নিজেরাও বানাতে পারেন। তেমন হলে আনিয়ে নেওয়া খাবারগুলিকে নিজেদের মতো করে একটু এদিক ওদিক করে নিতে পারেন। পিকনিক দারুণ জমবে।
- একসঙ্গে রান্না করুন আজ। এটাই হবে Valentine's Day-র ডেট। দুপুরের খাবারটা হাল্কার উপর রাখুন। কিন্তু রাতের জন্য দারুণ কিছু একটা প্ল্যান করে ফেলুন। রান্না করুন দু’জনে। জমে যাবে প্রেমের দিনটি।
- আজ কাগজ কলম নিয়ে বসুন দু’জনে মিলে। তৈরি করে ফেলুন তালিকা। আগামী Valentine's Day-র মধ্যে নিজেরা কী কী করবেন, তার একটি তালিকা তৈরি করে রাখুন। কী কী জিনিস চান, কোথায় কোথায় বেড়াতে যেতে চান, তার তালিকা তৈরি থাকুক আজ।
- একটু অন্যভাবে Valentine's Day কাটাতে চান? তাহলে দু’জনে মিলে ভিডিয়ো গেমও খেলতে পারেন। তাতেও সময় অনেকটাই কেটে যাবে। একসঙ্গে টিম হিসাবে খেলতে পারেন কোনও খেলা। তাতে সম্পর্ক আরও জোরদার হবে। দিনটি কাটবেও দারুণভাবে।