Valentine's day 2023: কার্ড কোম্পানিই প্রথম শুরু করে ভ্যালেনটাইন উদযাপন। এমনটা অনেকেরই ধারণা। আসল সত্যি কিন্তু অন্য।
1/6ভ্যালেনটাইনস ডে পালন কি সত্যি গ্ৰিটিংস কার্ড কোম্পানিই শুরু করল প্রথম? অনেকেই এমনটা মনে করেন। তবে একটু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সত্যিটা অন্য। (REUTERS)
2/6ভিক্টোরিয়ান যুগ থেকেই ১৪ ফেব্রুয়ারি প্রিয়জনকে ছোট ‘নোট’, হাতের তৈরি জিনিস দেওয়ার রেওয়াজ ছিল। তবে এই ঐতিহ্য উঠে যেতে থাকে ১৯ শতকের মাঝামাঝি। (REUTERS)
3/6ডাক ব্যবস্থা উন্নত হওয়ায় তারাই শুরু করে নতুন ব্যবস্থা। তাদের দৌলতে এমন রোম্যান্টিক ‘নোট’ বেনামে পাঠানো যেত। সেই থেকে শুরু হল নতুনভাবে ভালোবাসা বা মনের ভালো লাগা প্রকাশের উপায়। (REUTERS)
4/6তবে ১৯ শতক থেকেই ভ্যালেনটাইনস ডে-তে বিভিন্ন ব্যবসায়ী সংস্থা সক্রিয় হয়ে ওঠে। ১৮৬৮ সালে রিচার্ড ক্যাডবেরি হার্ট আকারের চকোলেট তৈরি করে। এই দিন থেকে বিক্রিও শুরু করে। (REUTERS)
5/6১৮৪৯ সালে বিপুল পরিমাণে তৈরি গ্ৰিটিংস কার্ড প্রথম আমেরিকার বাজারে আসে। হলমার্ক কোম্পানি যা পরে ১৯১৩ সালে বিক্রি করতে শুরু করে। (REUTERS)
6/6২০১৫ সালের এক সমীক্ষা অনুযায়ী, ৬৬ শতাংশ আমেরিকান মনে করে ১৪ ফেব্রুয়ারিতে লাগামছাড়া ব্যবসা করেন ব্যবসায়ীরা। তবে ২০১৮ সালে ভ্যালেনটাইনস ডে উপলক্ষে আমেরিকানরা খরচ করেছিল প্রায় ২০.১ বিলিয়ন ডলার! ফলে ক্রেতাও কিছু কম যান না! (REUTERS)