পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Valentine's Day wishes: ভ্যালেনটাইনের সঙ্গে সুন্দর হয়ে উঠুক ১৪ ফেব্রুয়ারির সন্ধ্যা, পাঠান শুভেচ্ছাবার্তা
Valentine's Day-এর জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা থাকে সঙ্গীর। শেষ পর্যন্ত এসেই গেল সেই দিন। এই দিন আপনার প্রিয়জনকে ভালোবাসার উষ্ণ শুভেচ্ছাবার্তা পাঠান। রইল বেশ কিছু শুভেচ্ছাবার্তা।
- তোমার জন্যই আজ আমার জীবন সুখের স্মৃতিতে ভরে গিয়েছে। তোমায় আজ তাই ভালোবাসা ও চুম্বনে ভরপুর ভ্যালেন্টাইন্স ডে উপহার দিতে চাই। Happy Valentine's Day!
- তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হই না। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ হলে তুমি। Happy Valentine's Day!
- তোমাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে গেলে শব্দ কম পড়ে যাবে। তোমার সঙ্গে বেঁচে থাকার জন্য আমার একটা জীবনও কম মনে হয়। Happy Valentine's Day!
- তুমি কাছে থাকলে ভীষণ আনন্দে থাকি, হাসিখুশি থাকি আমি। এভাবে আমার জীবন হাসিতে ভরিয়ে রাখার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজ ভালোবাসার দিনে অনেক ভালোবাসা নিও। Happy Valentine's Day!
- আজ তোমার আমার প্রেমের দিন। তবে তুমি থাকলে আমার প্রতিটা দিনই প্রেমের মনে হয়। সারা জীবন এভাবেই আমাকে প্রেমে ভরিয়ে রেখো। Happy Valentine's Day!
- তুমি আছো বলেই আমার জীবন আজ এত সুন্দর হয়ে উঠেছে। তুমি আছো বলেই জীবনটা আমার কাছে এত রঙিন। Happy Valentine's Day!
- তোমার কথা সারাক্ষণ শুনতে ভালো লাগে। তুমি পাশে থাকলে মন ভালো হয়ে যায়। তোমার সঙ্গে সময় কাটাতেও বড্ড ভালো লাগে। এটাই কি ভালোবাসা? Happy Valentine's Day!
- আমি আজ যতটুকু যা হতে পেরেছি, তার কারণ তুমি। তুমি না থাকলে এর কিছুই হত না। Happy Valentine's Day!
- জীবনের আনন্দ থাকার কারণ সঙ্গের মানুষটির কারণে। তুমি আছো বলেই আমার জীবনে এত আনন্দ। Happy Valentine's Day!
- তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তোমায় অনেক কাছ থেকে চিনেছি বলেই জানি, তুমি কেন এত দামি। Happy Valentine's Day!
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup