বাংলা নিউজ > টুকিটাকি > Vande Bharat Food Quality: রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার
পরবর্তী খবর

Vande Bharat Food Quality: রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার

পাঁচতারা হোটেলের সঙ্গে রেলের খাবারের তুলনা! (@shashan0058641/ X)

Vande Bharat Food Quality: ট্র্যাভেল করার সময়, তিনি একটি সকালের খাবারের ট্রে পেয়েছিলেন। এই ট্রে-তে পোহা, কাটলেট সহ ছিল রকমারি সব খাবার।

বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। একেবারে পাঁচতারা হোটেলের সমান সুস্বাদু। যাত্রীর রিভিউ শুনে হাঁ নেটিজেন। এতদিন যে মানুষ, বন্দে ভারতের খাবারে তেলেপোকা, পচা খাবার ইত্যাদির অভিযোগ করে আসছেন, এগুলো সবই কি তাহলে অতীত! নাকি শুধু ওই যাত্রীকেই এমন বিশেষ খাবার খাইয়েছে কর্তৃপক্ষ। এমনই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। কমেন্ট সেকশন হয়ে গিয়েছে ট্রোলিং সেকশন।

আরও পড়ুন: (Viral video: ৪৮ লাখ টাকার রোবট কুকুর কিনে বিরাট বিপদ! ভিডিয়ো দেখে চমকে যাবেন)

জানা গিয়েছে, বন্দে ভারতের খাবারের দুর্দান্ত রিভিউ দেওয়া ওই যাত্রী পেশায় একজন ট্র্যাভেল ভ্লগার। এক্স হ্যান্ডেল অনুসারে তাঁর নাম শশাঙ্ক গুপ্ত। এক্স-এই পোস্ট করে এমন রিভিউ দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, স্বাদের দিক থেকে ট্রেনের খাবার কোনও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম ছিল না। স্বাভাবিকভাবেই রিভিউটি নিয়ে নিন্দার ঘনঘটা বাড়তেই যদিও মুখ খুলেছেন তিনি। বলেছেন যে কোনও রাজনৈতিক এজেন্ডার কারণে এমন রিভিউ দেননি তিনি।

তাহলে এমন রিভিউয়ের পিছনে আসল কারণ কী

এই সপ্তাহের শুরুতেই উদয়পুর-আগ্রা রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। আর সেই দিনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারদের জন্য রেলওয়ে তরফে বিশেষ করে সাজানো, একটি কোচে উদয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে ট্র্যাভেল করছিলেন ওই ভ্লগার। ট্র্যাভেল করার সময়, তিনি একটি সকালের খাবারের ট্রে পেয়েছিলেন। এই ট্রে-তে পোহা, কাটলেট, আলু সবজি এবং দই পরোটা সহ এক প্যাকেট নোনতা খাবার, সঙ্গে একটি চকো-পাই ডিজার্টও ছিল।

আরও পড়ুন: (More efficient Treatment for TB: যক্ষা রোগের চিকিৎসায় নতুন দিশা, আরও কার্যকর ওষুধ নিয়ে এল কেন্দ্র)

ট্রোলের সূত্রপাত এখানে

খুব স্বাভাবিকভাবেই, এত দুর্দান্ত সমস্ত খাবারে ব্রেকফাস্টে ট্রে সাজানো দেখে উৎফুল্ল হয়ে যান শশাঙ্ক। এক্স-এ বড়সড় পোস্ট করেন যে 'আজ আমি ট্রেন নং -২০৯৮১ উদয়পুর থেকে আগ্রা পর্যন্ত উদয়পুর আগ্রা বন্দে ভারত এক্সপ্রেসে ট্র্যাভেল করেছি এবং এই ট্রেনের খাবার স্বাদের দিক থেকে কোনও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম কিছু নয়।' আর এই পোস্টের কারণেই গুপ্তাকে তীব্রভাবে ট্রোল করা হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তিনি কি এমন রিভিউ দিয়ে টাকা নিচ্ছেন! নাকি রাজনৈতিক কোনও ব্যাপার। মশকরা করে একজন লেখেন, এটি যদি ৫-স্টার খাবার হয়, তবে আমি শাহরুখ খান। অন্য জন আবার ওই ট্র্যাভেল ভ্লগারকেই বিদ্রুপ করেই বলেন, 'আমাকে বলুন যে আপনি কি আদৌ কখনও পাঁচ তারা হোটেলে গিয়েছিলেন!'

শশাঙ্ক-এর উত্তর

ট্রোলের উত্তরে শশাঙ্ক লেখেন, আমি বুঝতে পেরেছি যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের খাবার সম্পর্কে আমার সাম্প্রতিক রিভিউ, বিতর্কের জন্ম দিয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করে এটা বলতে চাই যে একজন ট্র্যাভেল ভ্লগার হিসাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে মতামত দিয়েছি আমি। যদিও এটি হয়ত ৫-স্টার হোটেলের মতো নয়, তবে আমার চোখে এই খাবার সাধারণ ট্রেনের খাবারের তুলনায় অনেক ভালো। আমার রিভিউয়ের পিছনে কোনও বাহ্যিক উদ্দেশ্য নেই। এরপরেই শশাঙ্ক গুপ্তের দাবি, তিনি নিজের অডিয়েন্সকে সৎ এবং খাঁটি রিভিউ দেওয়ারই চেষ্টা করেন।

Latest News

লুচি নরম হচ্ছে না কিছুতেই? অষ্টমীর আগেই জেনে নিন একে লোভনীয় বানানোর টিপস পানিহাটিতে ১০০ ফুট উঁচু নজরকাড়া মণ্ডপ, প্রশাসনের সায় নিয়ে দানা বাঁধছে বিতর্ক বিশ্ববাংলা সরণির দুর্ঘটনা নিয়ে চিন্তায় পুলিশ, অফিস টাইমে বেপরোয়া ভিআইপিও নিয়ন্ত্রণ হারিয়ে প্যান্ডেলে ঢুকে গেল আস্ত একটা ট্রাক, মাথায় হাত উদ্যোক্তাদের কপিল শর্মার শোতে উঠল ধোনির প্রসঙ্গ! চেনাতে ব্যর্থ অক্ষর…রোহিতকে বোঝালেন সূর্য… আজ থেকে শুরু, ভারতের খেলা কবে, জানুন লাইভ স্ট্রিমিং লিঙ্ক সহ যাবতীয় তথ্য কাঠগড়ায় ‘গডফাদার’ করণ, জিগরার জন্য পরিচালক ভাসান বালার পছন্দ ছিলেন না আলিয়া? ২ দিন পর দেবগুরুর নক্ষত্রে দৈত্যগুরুর প্রবেশ, এই বিশেষ সংযোগে খুলবে ৫ রাশির কপাল চাপে পঙ্কজ দত্ত! 'সোনাগাছি' মন্তব্যের জন্য তুলোধোনা হাইকোর্টের, মিলল না রক্ষাকবচ ‘এমন মন্তব্য রেখো না, যেখানে টেক্কার ক্ষতি হয়’, সৃজিত-স্বস্তিকাকে ঠুঁকলেন দেব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.