বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। একেবারে পাঁচতারা হোটেলের সমান সুস্বাদু। যাত্রীর রিভিউ শুনে হাঁ নেটিজেন। এতদিন যে মানুষ, বন্দে ভারতের খাবারে তেলেপোকা, পচা খাবার ইত্যাদির অভিযোগ করে আসছেন, এগুলো সবই কি তাহলে অতীত! নাকি শুধু ওই যাত্রীকেই এমন বিশেষ খাবার খাইয়েছে কর্তৃপক্ষ। এমনই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। কমেন্ট সেকশন হয়ে গিয়েছে ট্রোলিং সেকশন।
আরও পড়ুন: (Viral video: ৪৮ লাখ টাকার রোবট কুকুর কিনে বিরাট বিপদ! ভিডিয়ো দেখে চমকে যাবেন)
জানা গিয়েছে, বন্দে ভারতের খাবারের দুর্দান্ত রিভিউ দেওয়া ওই যাত্রী পেশায় একজন ট্র্যাভেল ভ্লগার। এক্স হ্যান্ডেল অনুসারে তাঁর নাম শশাঙ্ক গুপ্ত। এক্স-এই পোস্ট করে এমন রিভিউ দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, স্বাদের দিক থেকে ট্রেনের খাবার কোনও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম ছিল না। স্বাভাবিকভাবেই রিভিউটি নিয়ে নিন্দার ঘনঘটা বাড়তেই যদিও মুখ খুলেছেন তিনি। বলেছেন যে কোনও রাজনৈতিক এজেন্ডার কারণে এমন রিভিউ দেননি তিনি।
তাহলে এমন রিভিউয়ের পিছনে আসল কারণ কী
এই সপ্তাহের শুরুতেই উদয়পুর-আগ্রা রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। আর সেই দিনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারদের জন্য রেলওয়ে তরফে বিশেষ করে সাজানো, একটি কোচে উদয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে ট্র্যাভেল করছিলেন ওই ভ্লগার। ট্র্যাভেল করার সময়, তিনি একটি সকালের খাবারের ট্রে পেয়েছিলেন। এই ট্রে-তে পোহা, কাটলেট, আলু সবজি এবং দই পরোটা সহ এক প্যাকেট নোনতা খাবার, সঙ্গে একটি চকো-পাই ডিজার্টও ছিল।
আরও পড়ুন: (More efficient Treatment for TB: যক্ষা রোগের চিকিৎসায় নতুন দিশা, আরও কার্যকর ওষুধ নিয়ে এল কেন্দ্র)
ট্রোলের সূত্রপাত এখানে
খুব স্বাভাবিকভাবেই, এত দুর্দান্ত সমস্ত খাবারে ব্রেকফাস্টে ট্রে সাজানো দেখে উৎফুল্ল হয়ে যান শশাঙ্ক। এক্স-এ বড়সড় পোস্ট করেন যে 'আজ আমি ট্রেন নং -২০৯৮১ উদয়পুর থেকে আগ্রা পর্যন্ত উদয়পুর আগ্রা বন্দে ভারত এক্সপ্রেসে ট্র্যাভেল করেছি এবং এই ট্রেনের খাবার স্বাদের দিক থেকে কোনও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম কিছু নয়।' আর এই পোস্টের কারণেই গুপ্তাকে তীব্রভাবে ট্রোল করা হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তিনি কি এমন রিভিউ দিয়ে টাকা নিচ্ছেন! নাকি রাজনৈতিক কোনও ব্যাপার। মশকরা করে একজন লেখেন, এটি যদি ৫-স্টার খাবার হয়, তবে আমি শাহরুখ খান। অন্য জন আবার ওই ট্র্যাভেল ভ্লগারকেই বিদ্রুপ করেই বলেন, 'আমাকে বলুন যে আপনি কি আদৌ কখনও পাঁচ তারা হোটেলে গিয়েছিলেন!'
শশাঙ্ক-এর উত্তর
ট্রোলের উত্তরে শশাঙ্ক লেখেন, আমি বুঝতে পেরেছি যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের খাবার সম্পর্কে আমার সাম্প্রতিক রিভিউ, বিতর্কের জন্ম দিয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করে এটা বলতে চাই যে একজন ট্র্যাভেল ভ্লগার হিসাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে মতামত দিয়েছি আমি। যদিও এটি হয়ত ৫-স্টার হোটেলের মতো নয়, তবে আমার চোখে এই খাবার সাধারণ ট্রেনের খাবারের তুলনায় অনেক ভালো। আমার রিভিউয়ের পিছনে কোনও বাহ্যিক উদ্দেশ্য নেই। এরপরেই শশাঙ্ক গুপ্তের দাবি, তিনি নিজের অডিয়েন্সকে সৎ এবং খাঁটি রিভিউ দেওয়ারই চেষ্টা করেন।