Mango: আলফানসো থেকে বম্বে গ্রিন! ভারতের নানা প্রান্তে ছড়িয়ে নানা জাতের আম, বাজারে যাওয়ার আগে দেখে নিন একনজরে
Updated: 23 May 2024, 06:30 PM IST PIU DEY 23 May 2024 alphonso, ulabkhas, Mango, green mango, আলফানসো, কাঁচা আম, পাকা আম, জামাইষষ্ঠীতে আমের দাম, Varieties of mangoes in Indiaগ্রীষ্মকাল মানেই আম। আমবারুণীর পর টক ডাল থেকে শুরু... more
গ্রীষ্মকাল মানেই আম। আমবারুণীর পর টক ডাল থেকে শুরু করে কাঁচা আমের চাটনি দিয়ে বাঙালির হেঁসেলে ঢোকে আম। তারপর জৈষ্ঠ্যের গরমে পাকা আম দিয়ে চলে জামাইষষ্ঠী থেকে দশহরার চিঁড়েমাখা। তবে শুধু বাংলা নয়, এই গ্রীষ্মে দেশের নানা প্রান্তে মেলে নানা জাতের আম। ভারতের কোন রাজ্যে কী কী আম পাবেন? দেখে নিন একনজরে।
পরবর্তী ফটো গ্যালারি