বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: ৫ বছর বয়সেই ৫ ভাষায় সাবলীলভাবে গান! সেই বিস্ময় বালকের গান শুনবেন নাকি

Viral Video: ৫ বছর বয়সেই ৫ ভাষায় সাবলীলভাবে গান! সেই বিস্ময় বালকের গান শুনবেন নাকি

বিস্ময়বালক ধৃতিষ্মান চক্রবর্তী। (ছবি: ফেসবুক)

এই প্রতিভার জন্য ইতিমধ্যেই ধৃতিষ্মান চক্রবর্তী পেয়ে গিয়েছে সরকারি পুরস্কারও। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে সেই কথা। 

মাত্র ৫ বছর বয়স। এই বয়সেই রপ্ত হয়ে গিয়েছে ৫টি ভাষায় গান। আর সেই গান শুনিয়েই নেটমাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে ধৃতিষ্মান চক্রবর্তী। সম্প্রতি তার পুরস্কার পেয়েছে সে। প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে সেই পুরস্কারের কথা।

প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া থেকে এর মাঝে ধৃতিষ্মান চক্রবর্তীকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ দেওয়ার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ধৃতিষ্মান কনিষ্ঠতম বহুভাষী গায়ক। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতি ইরানিও। 

এই পুরস্কারটি দেওয়া হয় নীরা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফে। শিল্পকলা তো বটেই, পডাশোনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য এবং বিরল প্রতিভাদের এই পুরষ্কার দেওয়া হয়। বাঙালি ধৃতিষ্মানের এই পুরস্কার নিঃসন্দেহে বাঙালিদের জন্য গর্বের।

সম্প্রতি শ্যামল মিত্রের বিখ্যাত গান ‘কী নামে ডেকে’ গানটি ফেসবুকে গেয়েছে ধৃতিষ্মান। সঙ্গত দিয়েছেন তার মা। শুনে নিন সেই গান।

এমনই আরও হাজারো গান গেয়ে অনুরাগীদের মন জয় করে নিচ্ছে ৫ বছরের এই বালক। এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তার নাম। শুধু গানই নয়, তার সঙ্গে গান গাওযার সময়ে ধৃতিষ্মানের সাবলীল আচরণ, তার মিষ্টি ভাবভঙ্গীও যে দর্শকদের খুব পছন্দ হয়েছে, তা ভিডিয়োগুলির মন্তব্যের বিভাগ থেকেই অনুমান করা যায়।

বন্ধ করুন