জন্মসূত্রে তিনি তামিল হলেও তিনি যে মনে প্রাণে বাঙালি তা বারবার প্রমাণ হয়েছে ব্যক্তিগত জীবন বা সিনেমার পর্দায়। তিনি হলেন অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া’ হোক বা ‘পরিণীতা’, বিদ্যাকে দেখে উপায় নেই যে তিনি বাঙালি নন। দুর্গাপুজো থেকে ঢাকের আওয়াজ, সবকিছুই যে ভীষণ প্রিয় এই তামিল অভিনেত্রীর।
ঢাকের আওয়াজ শুনলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। কিন্তু এ তো বাঙালি আবেগ। এই আবেগ একমাত্র বোঝে একজন বাঙালি। তবে বাঙালি না হয়েও এই আবেগের সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত অভিনেত্রী বিদ্যা বালান। প্রতিবছর দুর্গাপুজোয় সমস্ত নিয়ম পালন করে ঢাকের তালে তালে নেচে ওঠেন তিনি।
(আরও পড়ুন: গোমড়া মুখ কেন? একটু তো হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে)
চলতি বছর দুর্গাপুজোয় বিদ্যা বালানকে দেখা যায় ঢাকিদের সঙ্গে ঢাক বাজাতে। ঢাকের আওয়াজের প্রতি তাঁর যে আলাদাই টান রয়েছে তা নিজের মুখেই স্বীকার করেন অভিনেত্রী। অভিনেত্রী জানান, ঢাকের আওয়াজ ভীষণভাবে পছন্দ তাঁর। তবে শুধু দুর্গাপুজো নয়, যে কোনও পুজোতেই ঢাক বাজলেই একই আনন্দ হয় তাঁর।
কিছুদিন আগেই কলকাতার রাজবাড়ির অন্তরে তিনি কিছু সময় কাটিয়েছিলেন শুটিং-এর জন্য। রাজবাড়িতে থাকার দরুন তিনি সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান। সারাদিন শুটিং শেষে ক্লান্ত হয়ে গেলেও তিনি শুধুমাত্র আরতি দেখার জন্য উপস্থিত থাকতেন মন্দিরে। এই ছোট ছোট বাঙালিআনাই তাঁকে ভীষণভাবে মোহিত করে।
(আরও পড়ুন: এই ৮ পানীয় খেতে হবে খালি পেটে, তাহলেই দূরে পালাবে রোগ বালাই)
বাঙালি কালচারের সঙ্গে অভিনেত্রী পরিচিত হন ২০০৩ সালে যখন তিনি প্রথম এসেছিলেন কলকাতায়। তারপর কাজের সূত্রে অনেকবার আসা হয় প্রাণের শহর কলকাতায়। সত্যজিৎ রায়ের সিনেমা তো বটেই তিনি বাংলা সিনেমা দেখতেই ভালোবাসেন ভীষণভাবে। নাচ করতে পছন্দ করেন ঢাকের তালে তালে।
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ না করার দুঃখ প্রকাশ করে অভিনেত্রী জানান, সেইভাবে বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ তিনি পাননি ঠিকই, কিন্তু অনেকেই নাকি বিদ্যাকে দেখে বলেন তিনি মাধবী মুখোপাধ্যায়ের মতো দেখতে। তাঁকে দেখে বোঝাই যায় না তিনি বাঙালি নন। তিনিও ভীষণ পছন্দ করেন এই কালচার। বাঙালি মানেই ভালোবাসা, বাঙালি মানেই উৎসব।