Viral Bangla Jokes: ১. ছেলে - বাবা আমি বিয়ে করবো না, আমার সব মেয়েদেরই ভয় লাগে। বাবা - একবার বিয়ে কর, দেখবি শুধু একটা মেয়েকেই ভয় লাগছে, বাকি সব মেয়েদের ভালো লাগছে।
আরও পড়ুন - Bangla Jokes Collection: ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস
২. স্যর - তোকে ভাইরাসের ছবি আঁকতে দিলাম, তুই সাদা খাতা জমা দিলি কেন? ছাত্র, কেন স্যর, আপনিই তো বলেছেন ভাইরাস খালি চোখে দেখা যায় না।
আরও পড়ুন - Bangla Jokes Collection: উইকেন্ড তো এসেই গেল, এবার তো মজা করতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস
৩. এক বন্ধু আরেক বন্ধুকে
রমেশ - যদি তোর বউ তোর কথা না শোনে, তবে…
বিমল - তবে কী?
রমেশ - এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।
বিমল - কেন?
রমেশ - বরের কথা আসলে কোনও বউই ঠিকমতো শোনে না।
বিমল - তাহলে কী করতে বলছিস?
রমেশ - সবসময় বউয়ের কথা তুই মেনে নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।
আরও পড়ুন - Bangla Jokes Collection: উইকেন্ডের মজা দ্বিগুণ বেড়ে যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস
৪। শিক্ষক - বলো তো, কোনটা আমাদের বেশি দরকার — সূর্য না চাঁদ?
ছাত্র - চাঁদ স্যর
শিক্ষক - কেন চাঁদ কেন?
ছাত্র - কারণ যখন চারপাশ অন্ধকার থাকে, তখন চাঁদ আমাদের আলো দেয়, কিন্তু চারপাশ যখন আলোকিত থাকে, তখন সূর্য আমাদের আলো দেয়।
আরও পড়ুন - Bangla Jokes Collection: মাসের শুরুটা হোক হাসিমুখে, পড়ুন দিনের সেরা ৫ জোকস, বন্ধুদের পাঠিয়ে তাঁদেরও হাসান
৫। শিক্ষক - বলো তো হাসা ইংরেজি কী?
ছাত্র - লাফ
শিক্ষক - তাহলে হাসাহাসির ইংরেজি কী হবে?
ছাত্র - লাফালাফি স্যর!