সকালের সাম্প্রচারে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন এক ব্রিটিশ উপস্থাপক। যা দেখে হুঁশ উড়ে গিয়েছে দর্শকদের। খবর পড়ার সময় মাধ্যমা দেখালেন এই নিউজ অ্যাঙ্কর।
মারায়ম মোশিরি নামের এই মহিলা জন্মগত ভাবে ভারতীয় হলেও এক ইরানিয়ান -ব্রিটিশ সংবাদ উপস্থাপক। ২০০৩ সাল বিবিসি -র উপস্থাপক হয়ে কাজ করেন তিনি। কিছুদিন আগে সংবাদ উপস্থাপনার আগে ক্যামেরার দিকে তাকিয়ে মধ্যমা দেখাতে দেখা গিয়েছে তাঁকে। এই ফুটেজটিই ঘুরপাক খাচ্ছে নেট মাধ্যমে।২০২৩ সালেএই গ্লোবাল চ্যানেলটির এক্তি বিশেষ অনুষ্ঠানে তাঁকে চিফ প্রেসেন্টার বা প্রধান উপস্থাপক করা হয়। এই অনুষ্ঠানে সারাদিনের শ্রেষ্ঠ কিছু খবর তুলে ধরা হয়। কিন্তু বুলেটিন শুরু হওয়ার আগেই এক অদ্ভূত কাজ করে বসেন এই অ্যাঙ্কর। যা দেখে তাজ্জবই হয়েছেন নেট দুনিয়া।
আরও পড়ুন: এই ৫ খাবারেই বাড়বে কোলাজেন! দামি প্রসাধনী ব্যবহার না করলেও ত্বক থাকবে চকচকে
মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন অদ্ভূত দৃশ্য ঘুরপাক খায়। কিন্তু এই দৃশ্য একেবারেই অন্যরকম। উপস্থাপকের এই অশ্লীল অঙ্গভঙ্গি দেখে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: ভয়ঙ্কর রক্তাল্পতায় ভুগছেন? চিন্তা নেই! এই ৫ উপাদানে দ্রুত বাড়বে হিমোগ্লোবিন
মারায়ম মোশিরি নামের এই মহিলা ২০০১ সালে জার্নালিজমে পিজি ডিপ্লোমা করেন। পরে আইআরএন- দিয়ে পেশা শুরু করলেও পরে বিবিসি-র বিজনেস অ্যান্ড ইকোনমিক ইউনিটে কাজ শুরু করেন। তাঁর বোন নাজানিন মোশিরিও পেশায় একজন সাংবাদিক। যিনি বর্তমানে আল জাজিরায় একজন ফরেন করেস্পন্ডেন্ট হিসাবে কাজ করছেন।
আরও পড়ুন: রান্নাঘরের এই উপাদানে রয়েছে অনন্য গুণাগুণ! হার্টের রোগও নাকি ঠেকিয়ে দিতে পারে এটি
ক্লিপটা প্রকাশ পাওয়ায় রেগে আগুন হয়েছেন মারায়ম মোশিরি। এই ১৬ সেকেন্ডের ক্লিপে হুলস্থূল পড়ে গিয়েছে। ক্রিস রোজ নামের এক নেটিজেন এই ভিডিওটি এক্স থেকে শেয়ার করেন। ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে। উপস্থাপকের এই অশ্লীল আচরণে আপত্তি জানিয়েছেন অনেকেই।
আবার সাংবাদিকের এই আচরণ কৌতুক হিসাবেই ধরেছেন বেশ কয়েকজন। তবে সকালের সাম্প্রচারে এই ধরণের অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ পাওয়ার বিষয়ে গ্লোবাল চ্যানেলটির আরও বেশি সাবধানি হওয়া উচিত ছিল বলে মনে করছেন বেশিরভাগ মানুষ।