Puzzles: সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে খুঁজে তুলে আনা সেরা কয়েকটি ধাঁধা। রইল আপনাদের জন্য। দেখুন তো সমাধান করতে পারেন কি না।
1/10প্রথম ধাঁধা: একজনের বয়স ১৯৯০ সালে ১৫ বছর। আর তার বয়স ১৯৯৫ সালে ১০ বছর। হ্যাঁ, এটাই। কিন্তু বলুন তো কী করে সম্ভব?
2/10দ্বিতীয় ধাঁধা: আপনার বাবা-মায়ের আপনাকে নিয়ে ৬টি ছেলে। আর প্রত্যেক ছেলের আছে একজন করে বোন। তাহলে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত?
3/10তৃতীয় ধাঁধা: একজন মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি নামল। লোকটির কাছে ছাতা নেই, বর্ষাতি নেই। চার পাশে কোথাও কিছু নেই, যার তলায় দাঁড়ানো যেতে পারে। লোকটি ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরল। কিন্তু তার একটি চুলও ভিজল না। কেন?
4/10চতুর্থ ধাঁধা: এই জায়গায় আছে শহর। কিন্তু কোনও বাড়ি নেই। আছে জঙ্গল। কিন্তু কোনও গাছ নেই। আছে নদী-সমুদ্র। কিন্তু কোনও মাছ নেই। কী এই জায়গা।
5/10পঞ্চম ধাঁধা: আটের সঙ্গে আট যোগ করে চার বানাতে পারবেন? মানে, কখন ৮ + ৮ = ৪ হতে পারে?
6/10প্রথম ধাঁধার উত্তর: সম্ভব, যদি ১৯৯০ আর ১৯৯৫ দুটোই খ্রিস্টপূর্বাব্দ হয়। তাহলেই ব্যাখ্যাটা একদম পেয়ে যাবেন।
7/10দ্বিতীয় ধাঁধা উত্তর: সব মিলিয়ে ন’জন। বাবা-মা— দু’জন। সঙ্গে ৬ ছেলে। আর একজন মেয়ে। মোট ৯ জন।
8/10তৃতীয় ধাঁধার উত্তর: সহজ উত্তর। লোকটির মাথায় কোনও চুল নেই। হয় সে টাকমাথা, নয় ন্যাড়া। চুল না-থাকলে ভেজার উপায়ও নেই।
9/10চতুর্থ ধাঁধার উত্তর: এটি আর কিছুই নয়, এটি হল মানচিত্র।
10/10পঞ্চম ধাঁধার উত্তর: এটা বোঝার জন্য ঘড়ির দিকে তাকান। সকাল ৮টার সঙ্গে ৮ ঘণ্টা যোগ করলেই পাবেন বিকেল ৪টে।