ধাঁধার তালাচাবি খুলতে গিয়ে মনের জানলাও অনেকটা খোলা হয়ে যায়। যে ব্রেন টিজারটি রয়েছে,তাতে আকার আকৃতি, রঙ ঘিরে বেশ খানিকটা ধাঁধা চোখে লাগতে পারে। এমন এক ধাঁধার সমাধানে দেখুন কত তাড়াতাড়ি আপনি জবাব দিতে পারেন!
1/4সারা সপ্তাহ কাজ করতে করতে কি ক্লান্ত হয়ে পড়েছেন? কিচ্ছু ভালো লাগছে না! আর কোনও কিছুতে মাথা ঘামাতে ভালো লাগছে না? তাহলে অল্প সময়ের অবসরে এই ধাঁধার খেলা খেলে মনকে শান্ত করতে পারেন। বেশি কিছু নয়, ১০ সেকেন্ডে একটি ব্রেন টিজারের সমস্যার সমাধান করতে হবে। তাহলেই বেশ খানিকটা হাল্কা লাগতে পারে মাথা!
2/4ধাঁধার তালাচাবি খুলতে গিয়ে মনের জানলাও অনেকটা খোলা হয়ে যায়। যে ব্রেন টিজারটি রয়েছে,তাতে আকার আকৃতি, রঙ ঘিরে বেশ খানিকটা ধাঁধা চোখে লাগতে পারে। এমন এক ধাঁধার সমাধানে দেখুন কত তাড়াতাড়ি আপনি জবাব দিতে পারেন!
3/4এই ছবি থেকে খুঁজে বের করতে হবে, পার্কের ভিতর কোথায় রয়েছে ওই শিশু। যে শিশু হাতে নিয়ে দেদার মজায় পেপার প্লেন ওড়াচ্ছে। চোখের ধাঁধার এই খেলা খুব সহজে খেলে ফেলতে হবে। অল্প সময় নিয়ে দেখতে হবে যে কোথায় রয়েছে ওই শিশুটি ফলে পর্যবেক্ষণের নজর খুব কড়া হতে হবে।
4/4পেলেন খুঁজে সেই পেপার প্লেন হাতে নেওয়া ছেলেটিকে। তবে এই ছবির মধ্যে থেকে যে কাউকে খুঁজে বের করাই বেশ চাপের ব্যাপার! তবে এই ছবিতে সামান্য কিছুটা নজর ঠাণ্ডা মাথায় রাখলে সহজেই উত্তর পেতে পারেন।