সোশ্যাল মিডিয়ায় নানান সময়ে বিভিন্ন পোস্ট আসতে থাকে। এরই মাঝে ভাইরাল হয়েছে এক নয়া পোস্ট। আর তা এক রোমাঞ্চকর ব্রেন টিজার। সেই ব্রেন টিজারে রয়েছে এক মজাদার চ্যালেঞ্জ। বলা হচ্ছে, ছবি দেখে খুঁজে বের করতে হবে খুনি কে? চমকে উঠলেন? তাহলে জানিয়ে দিই, এই ব্রেন টিজারে রয়েছে একটি ছবি। আর সেই ছবি ঘিরেই রয়েছে আপনার গোয়েন্দাগিরির সুযোগ!
'সুরিয়া ডট নেট' এর সিইও প্রশান্ত সাহু এই ছবিটি পোস্ট করেছেন। ছবি পোস্ট করে তাঁর প্রশ্ন ‘কাতিল কৌন?’ অর্থাৎ , এই ছবি দেখে বলতে হবে যে কে খুনটি করেছেন? উল্লেখ্য, ছবিতে রয়েছে একটি রেস্তোরাঁর ফটো। সেখানে একজন মহিলাকে টয়লেটে খুন হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। চাঁর গা থেকে বের হচ্ছে প্রবল রক্ত। এদিকে, রেস্তোরাঁর বাইরে একাধিকজন বসে রয়েছেন। ঘোরাফেরা করছেন ওয়েটার। এই প্রতিটি ব্যাক্তির জন্য একটি করে নম্বর ধার্য করে দেওয়া রয়েছে তাঁদের ছবির পাশে। লালের ওপর সাদা দিয়ে সেই নম্বর বসানো রয়েছে। আপনাকে বলতে হবে যে খুনি কে? প্রত্যেকের মুখের বাব, বসাহ জায়গা, আশপাশের জিনিস দেখে এই খুনিকে ধরতে হবে। এই ব্রেন টিজার ঘিরে একাধিক নেটিজেন একাধিক উত্তর দিয়েছেন। অনেকেই বলছেন, ১ কিম্বা ৪ মম্বর। অনেকে বলছেন ৩ নম্বর জন আসল খুনি।
গত ১০ জুলাই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসে। আর তা আসার পর থেকেই ভাইরাল হতে থাকে। এখনও পর্যন্ত এই ৪৫,৯০০ ভিউ পার করে গিয়েছে এই পোস্ট। এই টুইট এখনও পর্যন্ত ৪৮০ টি লাইক এসেছে। তবে ব্রেন টিজারের উত্তর ঘিরে এসেছে বহু কমেন্ট। কেউ বলছেন, ৩ নম্বরে থাকা ওই মহিলাই টয়লেটে গিয়ে খুনটি করেছেন। কারণ মহিলাদের টয়লেটে একজন মহিলাই থাকতে পারেন। অনেকে দেখাচ্ছেন মহিলার পাশে থাকা ছুরিকেও। তবে ওয়াশরুমে মৃতা মহিলার পিঠেই ছুরি বসানো রয়েছে। ফলে খেতে বসা মহিলা আসল খুনি কি না সন্দেহ রয়েছে। অনেকে বলছেন ৩ ও ৪ নম্বরের দুজনেই খুনি। আবার অনেকের সন্দেহ ১ নম্বরে থাকা উল্টো মুখ করে বসা ব্যক্তিকেও। অনেকে বলছেন, ৫ নম্বর ২ নম্বর ব্যক্তিদের মধ্যে রয়েছে যোগ। ওয়েটার ভুল করে নীল বোতল ও লাল ড্রিঙ্ক একসঙ্গে ট্রে তে নিয়েছেন। তবে বেশিরভাগেরই উত্তর ৩ নম্বরে থআকা মহিলার দিকে। আপনার উত্তর কী? ঝালিয়ে নিন আপনার গোয়েন্দাগিরির স্কিল!