ছেলের হাত ধরে, শপিং মলে সিনেমা দেখতে এসেছিলেন কৃষক। প্রবেশ করতে যেতেই আটকে দিয়েছিল সিকিউরিটি। কারণ, তাঁর পরনে ছিল অতি সাধারণ একটা ধুতি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। হাত গুটিয়ে বসে থাকেনি সরকার। পোশাকে আধুনিকতা নিছক, ব্যবহারেই আসল আধুনিকতার প্রমাণ। এ বিষয়টি হয়ত জানত না বেঙ্গালুরুর মল কর্তৃপক্ষ। তাই এমন অমানবিক কাণ্ড ঘটিয়েছে। বলছেন নেটিজেনরাই।
সম্প্রতি, বেঙ্গালুরু থেকে এই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে একজন বয়স্ক কৃষককে তাঁর পোশাকের কারণে মলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। কৃষক তাঁর ছেলেকে নিয়ে বেঙ্গালুরুর জিটি ওয়ার্ল্ড মলে এসেছিলেন সিনেমা দেখতে। এই ঘটনায় ক্ষুন্ন কৃষক ও তাঁর ছেলে একটি ভিডিয়ো নিরাপত্তা কর্মী ও মলের ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
ফকিরাপ্পা নামে ওই ৭০ বছর বয়সী কৃষক এবং তাঁর ছেলে নাগরাজকে টিকিট থাকা সত্ত্বেও মলে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে, তাঁরা বলেছিলেন যে ধুতি পরা লোকেরা মলের নিয়ম অনুসারে প্রবেশ করতে পারেন না। বিষয়টিতে খুবই মনে আঘাত পেয়েছিলেন নাগরাজরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করার সময়, নাগরাজ সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন।
কী সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছিল
কর্ণাটক বিধানসভা অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়েছিল। কর্ণাটকের নগর উন্নয়ন মন্ত্রী বীরথি সুরেশ ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে সুরেশ বলেছিলেন, আমি ব্রুহাত বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিবিএমপি) আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, আইন অনুসারে, সরকার সাত দিনের জন্য মলটি বন্ধ করে দিচ্ছে।
আরও পড়ুন: (Lyme Disease: লাইম রোগে ভুগছেন রেডিট সহ-প্রতিষ্ঠাতা! কী এই ভয়ঙ্কর রোগ, কীভাবে রক্ষা করবেন নিজেকে)
এ ঘটনায় ক্ষুব্ধ কৃষক সংগঠন মলের বাইরে বিক্ষোভ করেছিল
মল ব্যবস্থাপনার কাছে কৃষকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে, ক্ষুব্ধ কৃষক সংগঠন মলের বাইরে বিক্ষোভ করেছিল। অভিনেত্রী ও মডেল গওহর খান ইনস্টাগ্রামে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, এটি একেবারেই লজ্জাজনক। মলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এই প্রথম নয়, বেঙ্গালুরুতে এর আগেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যখন একজন ব্যক্তিকে তাঁর পোশাকের কারণে মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে বিএমআরসিএল এ ঘটনায় জড়িতদের যদিও বরখাস্ত করেছিল।