চেহারা ছিল স্থূল। ডেট করতে চাইতেন না মহিলারা। তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন অনেকেই। এবার তাই জবাব দিতে নিজেকে আমুল বদলে ফেলেছেন ব্যক্তি। নেটিজেনরা দেখে বলছেন, 'হুসান তেরা তবা তবা'।
'ঠুকরা কে মেরা পেয়ার, মেরা ইন্তেকাম দেখেগি', অনেকটা এই গানের মতো করেই কামব্যাক করেছেন যুবক। প্রেমে হার মেনে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আইএএস অফিসার হননি যদিও। কিন্তু ফিগার বানিয়েছেন গ্রিক গডের মতন। ভাইরাল ভিডিয়ো শেয়ার করে তিনি দেখিয়েছেন যে কীভাবে অতি সহজেই ১১৬ কেজি ওজন কমানো সম্ভব। এখন তিনি ওজন কমিয়ে সুপার ফিট হয়ে উঠেছেন।
আরও পড়ুন: (NH 10 Reopen: খুলল কালিম্পং-সিকিমের ১০ নম্বর জাতীয় সড়ক, ১৫ অগস্ট থেকেই ভিড় জমবে পাহাড়ে)
জানা গিয়েছে, এই যুবকের নাম হল ডি'অ্যাঞ্জেলো স্যাভেজ। তাঁর ওজন হ্রাস এবং আশ্চর্যজনক রূপান্তরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। এই ভিডিয়োটি দেখে ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছেন মানুষ। ভিডিয়োতেই, স্যাভেজ দাবি করেছেন যে মহিলারা তাঁর স্থূল চেহারার কারণে তাঁকে ডেট করতে অস্বীকার করেছিলেন। এর পরে, তিনি নিজেকে বদলে ফেলার দিকে মন দিয়েছিলেন এবং এর ফলও পেয়েছেন বটে। বায়োতে, স্যাভেজ লিখেছেন যে আগে তাঁর ওজন ছিল ৪২৯ পাউন্ড, আর এখন তা ১৭৪ পাউন্ডে নেমে এসেছে। অর্থাৎ এখনও পর্যন্ত তিনি ২৫৫ পাউন্ড অর্থাৎ ১১৬ কেজি ওজন কমিয়েছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ইনস্টাগ্রামে তাঁর ৬৬,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছেন। এরপর, স্বাভাবিকভাবেই, এই ভিডিয়োটি, অবাক করেছে মানুষকে। অনুপ্রেরণা জুগিয়েছে আরও। ভিডিয়োটি ১.৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে৷ ২২ হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার করেছেন। নেটিজেনরা, তাঁর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন যে ইচ্ছা করলে যে কোনও কিছুই সম্ভব।
আরও পড়ুন: (Ghee in Diabetes: ডায়াবিটিস থাকলে কি ঘি খাওয়া যায়? কী বলছে বিজ্ঞান)
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আপনাকে আগেও সুন্দরই লাগছিল, কিন্তু নতুন লুকটা সেরা! এখন আপনি আশ্চর্যজনক এবং সুপারফিট হয়ে, আশ্চর্যজনকভাবে এটাই প্রমাণ করে দিয়েছেন যে কঠোর পরিশ্রম করলে এবং বিশ্বাস থাকলে সব সম্ভব। অন্য একজন ব্যবহারকারি লিখেছেন, তাহলে অন্যদের 'আমার টাইপ নয়' মন্তব্য আপনাকে স্থূলতা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। এটি একজন শক্তিশালী মনের মানুষের খারাপ কিছুকে ভালো কিছুতে পরিণত করার একটি নিখুঁত উদাহরণ। তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, এই ফিটনেস অর্জনের জন্য আপনাকে অভিনন্দন।