বাংলা নিউজ > টুকিটাকি > Viral news 300 stones in a kidney: ৩০০ পাথর জমে আছে কিডনিতে! কীভাবে বার করা হল? অস্ত্রোপচারের পর বললেন চিকিৎসক

Viral news 300 stones in a kidney: ৩০০ পাথর জমে আছে কিডনিতে! কীভাবে বার করা হল? অস্ত্রোপচারের পর বললেন চিকিৎসক

৩০০ পাথর জমে আছে কিডনিতে!

Viral news 300 stones in a kidney: একটা বা দুটো নয়। ১০টা বা ১০০টাও নয়। ৩০০টা কিডনি জমে ছিল ৭৫ বছর বয়সি বৃদ্ধের কিডনিতে।

৭৫ বছরের বৃদ্ধ এম রাম রেড্ডি পেশায় এক চাষি। গত কয়েক মাস ধরে প্রচন্ড কোমরে ব্যথার করিমনগরের বাসিন্দার। একইসঙ্গে কোমরের পাশের দিকেও ব্যথা বেড়েছিল।প্রথম প্রথম ব্যথা এড়িয়ে গেলেও পরের দিকে আর পারেননি সহ্য করতে। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসক সঙ্গে সঙ্গে কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন।‌ ইউএসজি ও সিটি স্ক্যান পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো পরীক্ষা করতেই দেখা যায়, একটি বিশাল বড় পাথর আটকে রয়েছে ডান কিডনিতে। কত বড়? রিপোর্ট মাফিক, ৭ সেমির থেকেও বড় ছিল ওই পাথরটি। ছোটখাটো পাথর হলে তাও একটা কথা। কিন্তু অত বড় পাথর হলে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। শুধু তাই নয়, এই ব্যথা বেশি দিন সহ্যও করা যায় না।

আরও পড়ুন: ৪০ মিনিটেই খেয়ে নিল একটা চোখ, মারাত্মক এই অ্যামিবা সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা

আরও পড়ুন: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে

তবে চিকিৎসকদের কথায় এত বড় কিডনি বার করাও চ্যালেঞ্জ। তাই একটা নয়, দুটো নয়। ১০টা কিংবা ১০০টাও নয়। ৩০০টি টুকরোয় ভেঙে বার করাহয় সেই কিডনি। ৭৫ বছর বয়সি এক ব্যক্তির কিডনিতে এত বড় পাথর দেখে রীতিমতো অবাক চিকিৎসকরাই‌‌।

আরও পড়ুন: মন কাড়তে দারুণ পটু এই রাশির মেয়েরা, প্রথম দেখাতেই প্রেমে পড়েন বেশিরভাগ পুরুষ

আরও পড়ুন: 'বিশ্বসেরা ঝাল’ ওমলেট বানাতে চান? রিল দেখলেই জল আসবে চোখে

চিকিৎসক মহম্মদ তাইফ বেন্ডিজেরি সংবাদমাধ্যমকে বলেন, ৭ সেমি থেকে ১৫ সেমি লম্বা পাথর প্রায়ই কিডনিতে দেখা যায়‌। কিন্তু ৭ সেমির থেকে বড় পাথর কিডনিতে থাকলে তা থেকে ভীষণ ব্যথা হয়। শুধু তাই নয়, বেশি বয়সে এমন ব্যথা সহ্য করাও কঠিন। এছাড়া, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস বা হার্টের সমস্যা থাকলে পরিস্থিতি আরও জটিল হয়।

তার কথায় ৫ মিলিমিটার ছোট্ট ছিদ্র করা হয়েছিল কিডনিতে। তার মধ্যে দিয়ে ৭ সেমির বেশি লম্বা পাথরটিকে বার করতে হত। তাই ৩০০টি ছোট টুকরোয় ভেঙে বার করা হয় সেটিকে। চিকিৎসক মহম্মদের কথায়, অত বড় পাথরটি বার করা প্রযুক্তির দিক থেকে বেশ কঠিন। কিন্তু চিকিৎসকদের নিরলস চেষ্টায় শেষ পর্যন্ত অস্ত্রপচার সফল হয়। অস্ত্রপচারের পরের দিনই রোগীকে ছেড়ে দেওয়া হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন