বাংলা নিউজ > টুকিটাকি > Viral News: ৪ বছর বয়সে নিজে নিজেই পড়তে শিখেছে শিশু, জানে ৭টি ভাষাও! কী করে সম্ভব

Viral News: ৪ বছর বয়সে নিজে নিজেই পড়তে শিখেছে শিশু, জানে ৭টি ভাষাও! কী করে সম্ভব

বিস্ময় বালক!

Four-year-old boy taught himself to read: চার বছর বয়সে নিজেই নিজেকে পড়তে শিখিয়ে ফেলেছে শিশু। কী করে?

বয়স মাত্র ৪ বছর। কিন্তু তাতে কী? এই বয়সেই ইংরেজিতে বইপত্র পড়ে ফেলতে পারে এই শিশু। নাম টেডি।

ইংল্যান্ডের এই শিশু এখন সর্বত্র আলোচনায়। কারণ প্রকৃত অর্থেই সে বিস্ময় বালক। মাত্র ৪ বছর বয়সেই সেই মাতৃভাষায় বইপত্র পড়ে ফেলতে পারে। আর এ জন্য কারও সাহায্য লাগেনি তার। নিজে নিজেই পড়তে শিখেছে টেড। তার সমবয়সি যারা পড়তে পারে না, তাদের দেখে অবাক হয়ে যায় এই শিশু। প্রশ্ন করে, এমনও কি সম্ভব?

হালে এই টেডকে নিয়ে আলোচনা সপ্তমে পৌঁছেছে। কারণ বেশি ভাগ মানুষই যখন এই বয়সে অন্যের সাহায্য ছাড়া পড়তে পারে না, অক্ষর জ্ঞানের জন্যও ছবির বইয়ের দরকার হয়, সেখানে এই শিশু একেবারে কোনও কিছুর সাহায্য ছাড়া আস্ত বই পড়ে ফেলতে পারে। 

এখানেই শেষ নয়। মাতৃভাষা বাদ দিয়ে আরও ৬টি ভাষার সংখ্যাজ্ঞান তৈরি হয়ে গিয়েছে তার। সেটিও কেউ তাকে শিখিয়ে দেননি। নিজে নিজেই ১ থেকে ১০০ পর্যন্ত গুণতে জানে টেড। ইংরেজিতে তো বটেই বাকি ৬টি ভাষাতেও ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাকে কী বলা হয়, তা সে জানে। এই ৬টির মধ্যে রয়েছে চিনের ভাষা মান্দারিন। আর এই সব কারণেই তাকে নিয়ে এত চর্চা। 

সম্প্রতি টেডকে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মেনসা নামের সংগঠনের। অল্প বয়সেই যাদের আইকিলউ-এ মাত্রা ৯৮-এ উপরে থাকে, তাদের এর অন্তর্ভুক্ত করা হয়। এর আগে মাত্র ৪ বছর বয়সে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য পদ কেউ পাননি। 

তবে টেজের বাবা-মা বলেছেন, একটি সমস্যাও রয়েছে। টেড বুঝতে পারে না, তার সমবয়সিরা কেন পড়তে পারে না। তাতে সে বিস্মিত হয়। আ এটিই টেডকে বাস্তব থেকে দূরে পাঠিয়ে দিতে পারে। সেই আশঙ্কা রয়েছে তাঁদের মনে। তাই তাঁরা টেডকে আলাদা করে বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন। চেষ্টা করছেন, যাতে সে বাস্তবের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে ফেলে।

তবে এ সবে কিছুই যায় আসে না টেডের অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, টেডের মতো বিস্ময় বালকের কোনও জবাব নেই। অনেকেরেই মত, আগামী দিনে টেড আরও নানা রকম ম্যাজিক দেখাতে পারবে। সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা। বাকিটা সময়ই বলবে। 

টুকিটাকি খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.