Viral News Tiger Urine: গোমূত্রতে অনেকরকম রোগই নাকি সেরে যায়। বেশ কিছুদিন আগে এই নিয়ে রীতিমতো রাজনৈতিক স্তরে তরজা হয়। সাধারণ নাগরিকও ব্যাপারটা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। কিন্তু এবার গরু নয়, বাঘের প্রস্রাব নিয়ে নতুন থিওরি শোনা গেল। বোতলে করে বাঘের মূত্র বিক্রি করছে চিন। দাবি, এতেই নাকি গাঁটের যন্ত্রণা সারিয়ে ফেলা সম্ভব। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, ইয়ান বাইফেংসিয়া ওয়াইল্ড লাইফ জু থেকে বাঘের প্রস্রাব বিক্রি করা হচ্ছে।
কীভাবে খেতে হবে বাঘের মূত্র?
দাবি করা হচ্ছে, ওই বাঘের মূত্র খেলে রিউমাটিজম সেরে যায়। রিউমাটিজম আদতে এমন একটি রোগ যা শরীরের বিভিন্ন গাঁটে, পেশিতে ও অঙ্গে হয়ে থাকে। এরই মধ্যে পড়ে রিউমাটয়েড আথ্রাইটিস। অনেকেই যেই আথ্রাইটিসে নিয়মিত ভোগেন। ওই চিড়িয়াখানার পরামর্শ, বাঘের প্রস্রাবের সঙ্গে একটু হোয়াইট ওয়াইন মিশিয়ে ব্যথার জায়গায় দিতে হবে। দিতে হবে আদাকুচির সঙ্গে। তাহলেই এই ব্যথার থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। এছাড়া, গাঁটের ব্যথায় ভুক্তভোগী চাইলে অল্প করে মূত্র পানও করতে পারেন। তাতেও নাকি ব্যথা কমে যায়। তবে ব্য়াঘ্রমূত্র পান করার পর শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সতর্ক হতে হবে বলেও জানিয়েছে ওই চিড়িয়াখানা।
আরও পড়ুন - পরোটা বিক্রি ছেড়ে এবার রেস্তোরাঁ খুলছেন রাজুদা? কী কী পাবেন ‘মাই কাটোরি’তে
কত দাম ব্যাঘ্রমূত্রের?
প্রতি বোতলে ২৫০ মিলিলিটার করে মূত্র থাকছে। চিনা মুদ্রায় ৫০ ইউয়ান দামে বিক্রি হচ্ছে বাঘের প্রস্রাব। ভারতীয় মুদ্রায় যা ৫৯৬ টাকা। ওই চিড়িয়াখানার দাবি, যে সে বাঘ নয়, সাইবেরিয়ান বাঘের প্রস্রাব এনে বিক্রি করা হচ্ছে।
কোন কোন রোগের উপশম?
এই মূত্রপানে একাধারে বেশ কয়েকটি রোগের উপশম হবে বলে দাবি করা হয়েছে। রোগের তালিকায় রয়েছে রিউমাটয়েড আথ্রাইটিস, পেশির ব্যথা, হাত-পা মচকে যাওয়ার ব্যথা।
আরও পড়ুন - খাস কলকাতায় গিলেন বা সিনড্রোমের থাবা! সংকটজনক অবস্থায় ২ শিশু, কী বলছেন চিকিৎসক
কীভাবে তৈরি হচ্ছে ওষুধ?
ওই ওষুধ তৈরির সঙ্গে যুক্ত এক ব্যক্তি সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছে, বাঘেরা যে বেসিনে প্রস্রাব করে সেখান থেকে প্রথমে মূত্র সংগ্রহ করা হচ্ছে। তবে যত ইচ্ছে চাইলেই এই ওষুধ পাওয়া যাবে না। ওই সূত্রের দাবি, দিনে দুই বোতলের বেশি ওষুধ বিক্রি করা হয় না। প্রসঙ্গত, ওই চিড়িয়াখানার নামে এর আগেও অভিযোগ এসেছে ২০১৪ সালে। সেবার একটি প্রতিযোগিতার বিজয়ী প্রার্থীকে বাঘের মূত্র পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল।