বাংলা নিউজ > টুকিটাকি > Viral news Shashi Tharoor: শশী থারুরের টক শোয়ে কী নিয়ে হাজির শ্রোতা? ভিডিয়ো viral হতেই জুটল সমর্থন

Viral news Shashi Tharoor: শশী থারুরের টক শোয়ে কী নিয়ে হাজির শ্রোতা? ভিডিয়ো viral হতেই জুটল সমর্থন

শশী থারুরের টক শোয়ে এসে আজব কায়দা শ্রোতার! (Twitter)

Viral news Shashi Tharoor: শশী থারুরের টক শোয়ে এসেছিলেন অনেক শ্রোতা। তার মধ্যেই একজন কীর্তিকলাপ রীতিমতো ভাইরাল হল। ভাইরাল ভিডিয়ো দেখে শ্রোতাকে অনেকে সমর্থনও করলেন।

কংগ্ৰেস সাংসদ‌ শশী থারুরের পাণ্ডিত্য আর জ্ঞানের কথা কে না জানে! বিভিন্ন বিষয়ে জ্ঞানের পাশাপাশি তাঁর চোস্ত ইংরেজি বলাও দেখার মতো‌। একদিকে যেমন মাখনের মতো ইংরেজি বলে চলেন, অন্যদিকে তেমনই কঠিন কঠিন শব্দ থাকে‌ তাতে। যে কারণে অনেকেই তাঁর বলা সব কথার মানে ঠিকমতো বুঝতে পারেন না। আর এই নিয়ে নেটদুনিয়া ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কম ঠাট্টা ইয়ার্কি হয় না। শশী থারুর নিজেও সেই জোকসগুলি নিয়ে হাসি ঠাট্টা করতে ভালোবাসেন। সম্প্রতি একটি ভিডিয়োর দৌলতে তার ইংরেজি জ্ঞানের কথাই উঠে এল নেটদুনিয়ায়।

আরও পড়ুন: মিলনের পর এই কয়েকটি বিষয়ই কি সবচেয়ে বেশি পছন্দ মেয়েদের? রইল সিক্রেট টিপস

আরও পড়ুন: শুক্রাণু কম থাকলে যৌনজীবন দফারফা! ৫টি রাস্তায় সমস্যা মেটান

কী হয়েছিল এই দিন?

গত ২২ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের একটি টক শো ‘ল্যাঙলেঙ শো’এর বক্তা হিসেবে হাজির হন শশী থারুর। সেখানেই এক শ্রোতাকে ওই অনুষ্ঠানের ভিডিয়ো তুলতে দেখা যায়। ভিডিয়োর ফাঁকেই হঠাৎ দেখা যায়, শ্রোতার কোলে অক্সফোর্ডের ইংরেজি থেকে বাংলার একটি অভিধান রয়েছে! বোঝাই যাচ্ছে, শশী থারুরের কোনও কথা বোঝা না গেলেই চটপট অভিধানের সাহায্য নেবেন ওই ব্যক্তি! এমন দৃশ্য দেখামাত্রই ঝড়ের বেগে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: সঙ্গমের পর অনেকে এই ভুলগুলি করে থাকেন, আপনিও কি সেই দলে? আজই বিপদ এড়ান

ভিডিয়োটি কার ফোন বা ক্যামেরা থেকে তোলা হয়েছে, তা বোঝা যায়নি এই দিন। তবে টক শোয়ের সঞ্চালক রবিবার ওই ভিডিয়োটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘সবচেয়ে দারুণ জিনিস! বোঝাই যাচ্ছে, কেউ একজন শশী থারুরের কথা বোঝার জন্য অক্সফোর্ডের অভিধান নিয়ে আঁটঘাট বেঁধে এসেছিলেন!’

নেটদুনিয়ায় ভাইরাল হতেই অনেকে ভিডিয়োটির কমেন্টে লেখেন, একেবারে ঠিক কাজই করেছেন ওই ব্যক্তি। এক নেটিজেন লেখেন, ‘ইনি যেই হোন না কেন, বেশ আঁটঘাট বেঁধেই গিয়েছেন মনে হচ্ছে।’ আরেক নেটিজেন বলেন, আমি কখনও ওঁর কথা শুনতে গেলে একই কাজ করব ঠিক করেছি।’ অন্য এক নেটিজেনের কথায়,‘ ওঁর কথা মাঝে মাঝে এত কঠিন লাগে যে খুব চাপ হয়ে যায়। তার থেকে এটাই ভালো উপায়!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন