বাংলা নিউজ > টুকিটাকি > Traffic rule violence: তিন গাড়ি নিয়ে উদ্দাম স্টান্ট তিন যুবকের! নেটে ভাইরাল হতেই কত জরিমানা হল জানেন

Traffic rule violence: তিন গাড়ি নিয়ে উদ্দাম স্টান্ট তিন যুবকের! নেটে ভাইরাল হতেই কত জরিমানা হল জানেন

তিন গাড়ি নিয়ে উদ্দাম স্টান্ট তিন যুবকের

Traffic rule violence: দুটো চারচাকা আর একটা দুইচাকা নিয়ে উদ্দাম স্টান্ট দেখাচ্ছিলেন তিন যুবক‌। নেটে ভাইরাল হতেই গুনতে হল জরিমানা। টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন।

দুটি চারচাকা গাড়ি আর একটি দুই চাকার বাইক। রাস্তার উপর সিংহের মতো গর্জন করছে। মারকাটারি স্টান্ট করে বুঝিয়ে দিচ্ছে ‘ক্ষমতা’ কাকে বলে! ইনস্টাগ্রামে সম্প্রতি তিন ব্যক্তির এমন ভিডিয়োই ভাইরাল হয়। নেটিজেনদের বাহবা কুড়োতে একটু চমক দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই স্টান্টের জেরেই পুলিশ চমকে দিল তাদের। রীতিমতো ৬৮ হাজার টাকা ফাইনের রসিদ ধরিয়ে দেওয়া হয় তাদের হাতে।

আরও পড়ুন: এত কম দিনে জন্ম সম্ভব? মাতৃগর্ভে সবচেয়ে কম সময় থাকার রেকর্ড দুই যমজ শিশু

আরও পড়ুন: দিব্যি হাসে, গালে টোলও পড়ে, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি! কী বলছেন বিশেষজ্ঞরা

সম্প্রতি হোলি উপলক্ষে তিন ব্যক্তিকে এভাবেই জরিমানা করা হয়। হোলির দিন অনেকেই বেসামাল হয়ে পড়েন মাদকদ্রব্য খেয়ে। শুধু তাই নয়, এই দিন অনেকেই নিষিদ্ধ নানা কাজ করার সাহস দেখাতে ভালোবাসেন। হুঁশজ্ঞান হারিয়ে সেসব করেও বসেন। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিয়ো। তাতে দেখা যায়, তিন যুবক একটি বাইক ও দুটি গাড়ি নিয়ে উদ্দাম স্টান্টে মেতেছেন। সেই স্টান্টের ভিবিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। একের পর এক কমেন্ট ও লাইকে ভরে ওঠে পোস্টটি। শুধু তাই নয়, পোস্টটি বিপুল পরিমাণে শেয়ার হতে শুরু করে।

আরও পড়ুন: কুচকুচে কালো কেঁচো যেন কিলবিল করছে থালায়! থাইল্যান্ডের এই পদ নাকি জিভে জল আনে!

আরও পড়ুন: বয়সের তফাত অনেক, তবু বিয়ে করে দারুণ আছেন, নেটদুনিয়ায় জানাতেই ভাইরাল হট কাপল

পোস্টটি দেখামাত্রই বেশ কিছু কমেন্ট ধেয়ে আসে। অনেকে সরব হন ‘কেন এত ঝুঁকি নিয়ে স্টান্ট দেখাচ্ছেন তাঁরা!’ তবে ভাইরাল হয়েই বিপদ হল তাদের। ভিডিয়োটি দিল্লি পুলিশের চোখে পড়া মাত্রই ব্যবস্থা নেন তাঁরা। গাড়িগুলিকে ছবি দেখে সঙ্গে সঙ্গে চিহ্নিত অরা হয়। ঠিকানা খুঁজে বার করে জানা যায়, প্রত্যেকেই গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয় একটি হিউনডাই, মারুতি আর একটি বুলেট মোটর বাইক। ১৯৮৮ সালের মোটর ভেহিকেল আইনের ১৩৩ ধারায় মামলা করা হয় তাদের বিরুদ্ধে। গাড়িগুলিকে যথাক্রমে ২৫,৫০০; ২৩,৫০০ ও‌ ১৯,০০০ টাকা জরিমানা করা হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন
Live Score