বাংলা নিউজ > টুকিটাকি > Viral Optical Illusion: ছবিতে ৪ জন নয়, বরং ৫ জন রয়েছেন! পঞ্চমজনকে খুঁজে বের করতে পারবেন ১৫ সেকেন্ডে?

Viral Optical Illusion: ছবিতে ৪ জন নয়, বরং ৫ জন রয়েছেন! পঞ্চমজনকে খুঁজে বের করতে পারবেন ১৫ সেকেন্ডে?

অপটিক্যাল ইলিউশনের সমাধান করতে পারার মধ্যে বেশ কিছুটা অ্যাডভেঞ্চারের অনুভূতি মিশে থাকে। যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, তা সহজে সমাধান করতে পারার চেয়েও বেশি জরুরি সেই সমাধান সঠিক কি না। সদ্য ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের পোস্ট এমনই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে! দেখে নেওয়া যাক, সেখানে আসল চ্যালেঞ্জটি কী!