বাংলা নিউজ > টুকিটাকি > Viral Optical Illusion: ছবিতে শুধু মুরগিই দেখছেন, নাকি পেঁচাগুলিকেও দেখতে পেলেন? কত সেকেন্ডে পারবেন খুঁজে নিতে!

Viral Optical Illusion: ছবিতে শুধু মুরগিই দেখছেন, নাকি পেঁচাগুলিকেও দেখতে পেলেন? কত সেকেন্ডে পারবেন খুঁজে নিতে!

অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান কি আর ততটা সহজ? স... more

অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান কি আর ততটা সহজ? সামান্য চোখের দৃষ্টি যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলেই ব্যাস! তবে যে ব্রে টিজার বা অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে, ওই মুরগিগুলির মধ্যে ছোট্ট ছোট্ট পেঁচা রয়ে গিয়েছে, আর সেই পেঁচাকেই খুঁজে বের করতে হবে। আর পেঁচার সংখ্যা মোট ৩।