জয়পুরে অঝোরে নেমেছে বৃষ্টি। বন্যার পরিস্থিতি, জল থৈ থৈ অবস্থা। তারই মাঝে ট্রলিতে চেপে বিমানবন্দরে ঢুকছেন পাইলট। মজার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে প্রায় ভেসেই গিয়েছে জয়পুর। যার কারণে পুরো শহরটাই যেন স্থবির হয়ে পড়েছে। জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে, মানুষ আটকা পড়েছে। কিন্তু ফ্লাইট তো আর থেমে থাকবে না। বৃষ্টির মধ্যেও তাই এক পাইলটের বিমানবন্দরে এসেছিলেন। পোশাকের কোনও ক্ষতি না করে, অতি সহজে উপায়ে, তাঁর সেই প্রচেষ্টার ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
ক্লিপটিতে দেখানো হয়েছে কীভাবে পাইলটকে একটি ট্রলির সাহায্যে জল ভর্তি পথ অতিক্রম করেছেন। ভিডিয়োটি শেয়ার করার সময়, এক্স ব্যবহারকারী বীনা জৈন লিখেছেন, এটি জয়পুর আদানি বিমানবন্দর। এখানে পাইলটরা বিমানে ওঠার আগেই টেক অফ করে। টেক অফ করার জন্য একটা ট্রলিই যথেষ্ট। ক্লিপের শুরুতেই দেখা গিয়েছে বিমানবন্দরের গেটে জল থৈ থৈ করছে। পাইলট ভেতরে যাওয়ার চেষ্টা করলেই জলযন্ত্রণায় পড়েন। তাই, ঝামেলা এড়াতে পাইলট একটি ট্রলিতে চাপেন, বিমানবন্দরের একজন কর্মচারী এটিকে ধাক্কা দিয়ে গন্তব্যে নিয়ে যায়।
আরও পড়ুন: (Happy friendship day: বন্ধু পাহাড় না সিনেমা প্রেমী? বন্ধু দিবসে বন্ধুকে নিয়ে যান তাঁরই পছন্দের জায়গায়)
ভিডিয়োটি এখানে দেখুন
এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ১ অগস্ট। এটি পোস্ট করার পর থেকে ৭ হাজারেরও বেশি বার দেখানো হয়েছে৷ এই ক্লিপটিতে অনেক লাইক এবং মন্তব্যও করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: (Shimla-Ropeway network: ২০২৫ এর মধ্যে সিমলার সংযোগ বাড়াতে চালু হচ্ছে পরিবেশ-বান্ধব রোপওয়ে নেটওয়ার্ক)
কে কী বলছেন
একজন লিখেছেন, সর্বত্র জল নিষ্কাশনের সমস্যা রয়েছে যার ফল এই জলাবদ্ধতা। এটা সত্যিই লজ্জাজনক। আরও এক্স ব্যবহারকারী প্রতীক কুমার মিশ্র মন্তব্য করেছেন, বাহ, কি সুন্দর গেট! আমার প্রশ্ন যে কীভাবে একজন সাধারণ যাত্রী বিমানবন্দরে প্রবেশ করবে। সম্ভবত তাঁদের একটি নৌকার প্রয়োজন হবে, নাকি এটি এখন একটি এয়ার+ওয়াটার পোর্ট? অন্য এক্স ব্যবহারকারী বলেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছি, আমাদের খারাপ দিন ফিরিয়ে এনেছি। আগের দিনগুলো ভালো ছিল। চতুর্থ একজন লিখেছেন, বিকাশ আনলিমিটেড। কেউ কেউ ক্রাইং ইমোটিকন ব্যবহার করে ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।