ধামাকাদার রিল বানানো চাই, বিখ্যাত হতে হবে, প্রাণকে থোড়াই কেয়ার। প্রাণের বাজি রেখেই তাই রাস্তা থেকে ১০ মিটার উঁচুতে সাইবোর্ডে ঝুলে পুল-আপ করলেন ব্যক্তি। ভাইরাল হয়ে গেল ভিডিয়ো।
উত্তরপ্রদেশের আমেথির কাছে ন্যাশনাল হাইওয়ে ৯৩১-এ এই ঘটনাটি ঘটেছে। আসলে ভিডিয়োটি ভাইরাল হয়েছে কারণ, এতে স্পষ্ট যে সোশ্যাল মিডিয়ার জন্য নিজেদের জীবন মানুষ অনেকটাই ঝুঁকিতে ফেলছে।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
দেখা গিয়েছে, একজন ব্যক্তি, জামা খুলে জাতীয় সড়ক ৯৩১-এ একটি লম্বা সাইনবোর্ডে পুল-আপ করছেন। সাইন বোর্ডের রড ব্যবহার করে উঁচুতে উঠছিলেন আর নামছিলেন। প্রথমে প্র্যাকটিস করে নিয়ে, এই ঝুঁকিপূর্ণ খেল দেখান তিনি। ভিডিয়োটি ভালো করে দেখলে দেখতে পাবেন, যিনি স্টান্ট করছেন, তাঁর সঙ্গে আরও একজন বসে রয়েছেন কোণের দিকে। অর্থাৎ এই ঝুঁকিপূর্ণ স্টান্টের সঙ্গে জড়িত দুজন। ওই ব্যক্তি সাইনবোর্ডের উপরে লুকিয়েই ছিলেন, সম্ভবত উপর থেকে ছবি তুলছিলেন তিনি, অন্যজন ক্যামেরার সামনে পুল-আপ করছিলেন।
আরও পড়ুন: (Durga puja: হেঁশেল থেকে অর্ডার করা খাবার, এই পরিবর্তনকেই এবার তুলে ধরবে নাক তলা উদয়ন সংঘ)
ভাইরাল ভিডিয়োটি এখানে
ভিডিয়োটি দেখে আমেঠি পুলিশ জানিয়েছে, বিষয়টি আমেঠি থানার নজরে রয়েছে। ভাইরাল ভিডিয়োটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে যাঁরা স্টান্ট করেছেন, তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নেটিজেনদের এই দাবি
একজন বলেছেন, 'মনে হয় ভাইয়ের রিল বানানোর খুব শখ, সে এখনও কোনও পুলিশের খপ্পরে পড়েনি, একবার পুলিশের হাতে গেলে, রিল বানানোর শখ চিরতরে ভুলে যাবেন।' দ্বিতীয়জন বলেছেন, জেলা অফিসারের উচিত এই ব্যক্তিকে, পুলিশ বাহিনীর অফিসে ডেকে একটি চাকরির ব্যবস্থা করা। কারণ তরুণরা একটু আয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন। আর কর্মসংস্থান তো নেই।