৭৪ বছরের জন্মদিনের আগে অনন্য উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০০ কেজি বাজরা দিয়ে তৈরি হল তাঁর অনন্য ছবি। তৈরি করল ১৩ বছরের এক ছাত্রী, যা সারা বিশ্বকে চমকে দিয়েছে। গড়েছে বিশ্ব রেকর্ডও। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
জানা গিয়েছে, ১৩ বছরের এই ছাত্রীর নাম প্রিসলি শেকিনা। চেন্নাইয়ের কোলাপাক্কাম এলাকায় বসবাসকারী প্রতাপ সেলভাম এবং সংকিরানির মেয়ে প্রিসলি শেকিনা। এখন অষ্টম শ্রেণিতে পড়ছেন প্রিসলি শেকিনা।
বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং
৮০০ কেজি বাজরা ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং করে বিশ্ব রেকর্ড গড়েছে শেকিনা। প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই ছবি তৈরি করেছেন শেকিনা। এই বিশাল বড় পেইন্টিং করতে, ১২ ঘণ্টা একটানা কাজ করতে হয়েছিল শেকিনাকে। সকাল সাড়ে ৮টায় কাজ শুরু করে, রাত সাড়ে ৮টায় শেষ করত সে।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৮০০ কেজি বাজরা ব্যবহার করে ৬০০ বর্গফুট জুড়ে, প্রধানমন্ত্রী মোদীর এই বিশাল পেইন্টিং করেছে শেখিনা। এর জন্য প্রিসলিকে সম্মানিত করা হয়েছে। ইউনিকো ওয়ার্ল্ড রেকর্ডে এই মেয়ের নাম নথিভুক্ত করা হয়েছে। ইউনিকো ওয়ার্ল্ড রেকর্ডস প্রিসলি শেকিনাকে একটি বিশ্ব রেকর্ড সার্টিফিকেট এবং পদকও প্রদান করেছে।
আরও পড়ুন: (Viral:‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের)
বলা বাহুল্য, শেকিনা তাঁর অনন্য রেকর্ডের জন্য এখন সর্বত্র আলোচিত হচ্ছে। স্কুলেও বেশ প্রশংসিত হচ্ছে সে। মেয়ের এই অনন্য কীর্তিতে বাবা-মাও খুব খুশি। রেকর্ড গড়ার পর বিপুল সংখ্যক মানুষ অভিনন্দন জানাচ্ছেন দেশের এই প্রতিভাবান ছাত্রীকে। এককথায় বলতে গেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বানিয়ে সারা ভারতবাসীর মন জয় করেছে এই মেয়ে।
শেকিনার অনন্য কীর্তি দেখুন এখানে
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর ৭৪তম জন্মদিন পালন করতে চলেছেন। ২০২৩ সালে, প্রধানমন্ত্রী মোদী তার জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি জনসেবামূলক প্রকল্প চালু করেছিলেন। ২০২২ সালে, প্রধানমন্ত্রী মোদী আহমেদাবাদে ৭২ কেজি কেক কাটেন। এবার ২০২৪ সালে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী কীভাবে নিজের জন্মদিন পালন করবেন, সেটাই দেখা যাবে ১৭ সেপ্টেম্বর তারিখে।