বাংলা নিউজ > টুকিটাকি > Viral post image of a wave: সত্যিকারের জল দেবী, দেখা দিলেন সমুদ্রে! Viral ছবির পিছনে রহস্যটি কী

Viral post image of a wave: সত্যিকারের জল দেবী, দেখা দিলেন সমুদ্রে! Viral ছবির পিছনে রহস্যটি কী

ঢেউ আছড়ে পড়তেই দেখা গেল এক নারীর মুখ! (Instagram)

Viral post image of a wave: ঢেউ আছড়ে পড়তেই দেখা গেল এক নারীর মুখ! কে এই নারী? ভাইরাল ছবির ক্যাপশনেই জানালেন ক্যামেরাম্যান।

সমাজ মাধ্যমের দৌলতে এখন দারুণ সব ছবি দেখা যায়। ইন্সটাগ্ৰাম থেকে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই ছবি তুলে পোস্ট করেন। কখনও কোনও ক্যানডিড ছবি ভালো লেগে যায় ভীষণ, কখনও আবার ছবির অ্যাঙ্গল, কখনও বা ছবির এডিটিংয়ের কায়দা মন কেড়ে নেয়। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হল ইনস্টাগ্রামে। এক ব্রিটিশ ফটোগ্ৰাফারের ক্যামেরায় বন্দি হল সমুদ্রের দারুণ মুহূর্ত। একটি লাইটহাউসের কাছে ওই ছবিটি তোলা হয়। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে সেখানে‌। আর তাতেই তৈরি হচ্ছে বিরল দৃশ্য।‌ ব্রিটিশ ফটোগ্ৰাফার সে দৃশ‌্যই দক্ষ হাতে লেন্সবন্দী করলেন। এরপর ইনস্টাগ্রামে পোস্ট। ছবিটি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই হু হু করে ভাইরাল হয়ে যায়। একের পর এক প্রশংসার কমেন্টে ভরে ওঠে কমেন্টের বাক্স। কিন্তু কী এমন দেখা গিয়েছে ছবিতে?

আরও পড়ুন: 'বিশ্বসেরা ঝাল’ ওমলেট বানাতে চান? রিল দেখলেই জল আসবে চোখে

আরও পড়ুন: শুক্র আর বৃহস্পতি গ্ৰহের মধ্যে কত দূরত্ব বলুন তো? এক কড়ে আঙুল মাত্র! কেন জানেন

লাইটহাউসের গায়ে এসে সজোরে আছড়ে পড়ছে ঢেউ। আর সেই থেকেই এক নারীর মুখের মতো চেহারা নিচ্ছে জল। এমন দৃশ্যই এই দিন ক্যামেরা বন্দী করেছিলেন ইয়ান স্প্রোউট। নারীর মুখটি দেখা যাচ্ছিল পাশের দিক থেকে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই গলে যান নেটিজেনরা। স্প্রোউট ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন,‘ইনি কি জলের দেবী অ্যাম্ফিত্রিতি? নাকি আমাদের প্রিয় কুইন এলিজাবেথ?’ ক্যাপশন থেকেই বোঝা যায়, ৪১ বছর বয়সি ইয়ান কিছুটা কাব্যিক হয়ে পড়েছেন। আদতে ছবিটিও ছিল কাব্যিক হয়ে পড়ার মতোই। প্রসঙ্গত অ্যাম্ফিত্রিতি গ্রিক পুরাণ অনুসারে জলের দেবী। তিনি দেবতা পোসেইডনের স্ত্রী ছিলেন। এছাড়াও আরও পরিচয়ে তাঁকে বর্ণনা করা হয় পুরাণে। তিনি নেরেউস ও ডরিসের ৫০জন মেয়ের মধ্যে অন্যতমা এক। ঘটনাক্রমে ডরিস ছিলেন ওশিয়ানিসের মেয়ে।

আরও পড়ুন: তিন ঘণ্টা থেমে রইল হার্ট! তার পরেও বেঁচে উঠল ২০ মাসের খুদে, কোন ম্যাজিকে

অন্যদিকে, কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি কুইন এলিজাবেথ। তাই তাঁর মুখের প্রতিচ্ছবিও যেন ঢেউয়ে খুঁজে পেয়েছেন ইয়ান। তাঁর তোলা ছবিগুলি দেখে রীতিমতো অবাক হয়ে যান নেটিজেনরা। এমন দৃশ্যকে ক্যামেরায় বন্দী করাও বেশ কঠিন কাজ। তবে প্রত্যেকেই ইয়ানের দক্ষতার প্রশংসা করেন।‌ এমনকী ক্যাপশনের জন্য অনেক নেটিজেন বাহবা জানান তাঁকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন