বাংলা নিউজ > টুকিটাকি > Viral post: এ কাকে বিয়ে করলেন তরুণী? ২৪ ঘণ্টাও টিকল না বিয়ে! কারণটিও অদ্ভুত

Viral post: এ কাকে বিয়ে করলেন তরুণী? ২৪ ঘণ্টাও টিকল না বিয়ে! কারণটিও অদ্ভুত

নয়া কায়দায় বিয়ে করলেন এই তরুণী

Viral post: নয়া কায়দায় বিয়ে করলেন সোফি মৌর। ২৫ বয়সি সলোফি ২৪ ঘণ্টা যেতে না যেতেই বিচ্ছেদও করে নিলেন। কীভাবে ঘটল সব ঘটনা!

নিজের সঙ্গেই বিয়ে করেছিলেন এক তরুণী। বিয়ের সাজে সমাজ মাধ্যমে তার ছবিও পোস্ট করেছিলেন। ফেব্রুয়ারি মাসে পোস্ট করা ছবিতে দেখা যায়, নিজের সঙ্গে বিয়ে করে বেশ হাসিখুশি সে। নিজেকে বিয়ে করার ঘটনা খুব নতুন নয়। সম্প্রতি গুজরাটেও এমন বিয়ের ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে। সেই বিয়ের জেরে তর্কে উত্তাল হয়েছিল সারা দেশ। এমনকী ঘটনার জের গড়ায় প্রশাসন পর্যন্ত। তবে ফেব্রুয়ারি মাসের এই নিজেকে বিয়ের ঘটনাটি একটু আলাদা বলাই ভালো। কারণ ই বিয়েটাই বেশিক্ষণ টেঁকেনি। বিয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কনে জানান, তিনি আর সহ্য করতে পারছেন না। কী সহ্য করতে পারছেন না তিনি? নিজের সঙ্গে নিজের এই বিবাহিত সম্পর্কই অসহ্য হয়ে উঠছে তাঁর কাছে। তাই ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সমাজমাধ্যমে জানালেনও সেই কথা।

আরও পড়ুন: মধ্যমা বা মাঝের আঙুল দেখানো ‘ভগবান প্রদত্ত’ অধিকার! বিস্ফোরক রায় বিচারকের

আরও পড়ুন: পেটে পাথরের শিশু! তবু গর্ভপাত করালেন না মা, ৯ বছর ঘুরলেন সঙ্গে নিয়ে, কী হল তারপর

সম্প্রতি ২৫ বছরের সোফি মৌর নিজের বিয়ের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, ‘আজ আমার জীবনের একটি দামি মুহূর্ত। আজ নিজের জন্য একটি বিয়ের পোশাক কিনে এসেছি। নিজের সঙ্গে বিয়ের জন্যই এটি কেনা। এমনকী নিজের বিয়ে উপলক্ষে একটি কেকও বানিয়েছেন তিনি।’ পোস্টটি করার পরেই অনেক নেটিজেন বলেন, এটি শুধু দৃষ্টি আকর্ষণ করতেই করা। অনেকে আবার সোফিকে সমর্থনও করেন।

আরও পড়ুন: আদালত কক্ষে দুধ খাওয়াচ্ছেন! মাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতির, সমালোচনার ঝড়

আরও পড়ুন: রাতে কী স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না তো? আর চিন্তা নেই! রোবটই এঁকে দেবে সেই ছবি

তবে বিয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিবাহ বিচ্ছেদ চেয়ে বসলেন তিনি। সেই ঘটনার কথা সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, ‘একদিন হল আমি বিয়ে করেছি। আমি আর থাকতে পারছি না। আমি বিবাহবিচ্ছেদ করতে চাই এখন।’ এই পোস্টটি করা মাত্র শুরু হয় আরেক দফা ট্রোলিং। এক নেটিজেন বলেন, বিয়ের তিনমাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ! আরেক নেটিজেন পরামর্শ দেন ভালো উকিল খোঁজার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন