নেটদুনিয়ার হট টপিক এখন রাজুদা। বিভিন্ন সিনেমার প্রোমোশনে ইতিমধ্যেই দেখা গিয়েছে পকেট পরোটা বিক্রেতা রাজুদাকে। এবার তাঁকে নিয়েই প্যারোডি সং করলেন আরেক ব্লগার প্রিয়ম ঘোষ। রাজুদার বিখ্যাত ডায়ালগ নিয়েই তৈরি ওই প্যারোডি। মঙ্গলবার ওই ব্লগারের সোশ্যাল মিডিয়ায় একটি মিউজিক ভিডিয়ো আপলোড করা হয়েছে। সেখানেই নাচতে দেখা যাচ্ছে রাজুদা আর প্রিয়ম ঘোষকে। ভিডিয়োর প্রথমে অবশ্য ছোট্ট কথোপকথন রয়েছে। মাত্র তিনদিনের মধ্যেই লাখের কাছাকাছা লাইকস আর কমেন্ট পোস্টে। ভিউস স্বাভাবিকভাবে আরও বেশি।
আরও পড়ুন - ভরাপেটে শিয়ালদা গেলেও খিদে পাচ্ছে কেন? ‘রাজু’কীয় পকেট পরোটার রহস্যের টানে হাজির HT বাংলা
চোখ মারলেন রাজুদা
কিছুদিন আগেই একটি রিল ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। রাজুদাকে কিছু শুট করতে দেখা গিয়েছিল রিলটিতে। ব্যাকগ্রাউন্ডে চলছিল দেবের ‘রংবাজ’ সিনেমার ‘ও মধু’। এবার সেই গানেরই পুরো ভিডিয়ো প্রকাশ্যে এল। গানের তালে তালে নানা স্টেপ করতেও দেখা গেল রাজুদাকে। চোখে সানগ্লাস পরে অন্য লুকে ধরা দিলেন গুমার পরোটা বিক্রেতা। এক ফাঁকে সানগ্লাস তুলে চোখও মারলেন রাজুদা।
আরও পড়ুন - Raju Dar Pocket Paratha: পরোটা বিক্রি ছেড়ে কি ফুড ব্লগিংয়ে মন রাজুদার? কত টাকা নিচ্ছেন? জানালেন HT বাংলাকে
আরও পড়ুন - HT Bangla Exclusive: রাজুদা আর ফেলুদার বন্ধু এবার এক ফ্রেমে! পকেট পরোটা খেয়ে কী বললেন অনির্বাণ
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট রাজুদার
ভিডিয়োটি শুরু অবশ্য হয় একটি কথোপকথন দিয়ে। রাজুদাকে প্রিয়ম জিজ্ঞেস করেন, ‘তুমি তো এখন যা করছ তা-ই ভাইরাল। একটা প্যারোডি করলে ভাইরাল হবে?’ রাজুদা তখন রিপ্লাই দেন, ‘নিশ্চয়ই হবে।’ এরপর প্রিয়ম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে চ্য়ালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেন রাজুদা। তার পরেই শুরু হয় ওই প্যারোডি মিউজিক ভিডিয়ো।
আরও পড়ুন - HT Bangla Exclusive: রাজুদাকে কি অপছন্দ একেন বাবুর? পোস্টের ক্যাপশনে কাকে নিশানা অনির্বাণের
নেটিজেনদের চরম টিটকিরি
কমেন্টে অবশ্য প্রচুর ট্রোল হতে হয়েছে রাজুদা আর প্রিয়ম ঘোষকে। যেমন এক নেটিজেনের কথায়, ‘পতন শুরু হল…আমার কমেন্ট মার্ক করে রাখুন।’ আরেক নেটিজেন লেখেন, ‘এটাই West Bengal টোটালি Waste Bengal’। নেটিজেনদের কেউ কেউ আবার রাজুদার চোখ মারা নিয়েও ট্রোল করতে ছাড়েননি। কারও মতে আবার ‘এবার ভারত ছাড়ার সময় এসে গিয়েছে। এর থেকে অন্য দেশে গিয়ে থাকা ভালো।’