ক্লাসে বসে বিয়ারের গ্লাসে চুমুক দিল ছাত্রীরা। পশ্চিমী স্টাইলে বার্থডে পার্টি করল সরকারি স্কুলের ছাত্রীরা। তাও আবার স্কুলের ইউনিফর্ম করে স্কুলে বসেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবিও। দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও শিক্ষার্থীর বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: (Death from lightening: বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ৮৭ শতাংশ, ভারতে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা বাড়ছে)
ঠিক কী ঘটেছিল
ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি সরকারি স্কুলে। ছাত্রীরা এদিন ক্লাসে বসে জন্মদিন পার্টি দেওয়ার সময় বিয়ার পান করেছিল। ভাইরাল হওয়া ছবিগুলোতে ছাত্রীদের প্লাস্টিকের গ্লাস, কোল্ড ড্রিংকস এবং বিয়ারের বোতল হাতে দেখা গিয়েছে। এর সঙ্গেই খাওয়ার জন্য সিঙাড়া, কেক এবং স্ন্যাকসও কিনে এনেছিল তারা। এ ঘটনায় হতাশ শিক্ষামহল। প্রশ্ন উঠছে যে বিয়ারের বোতল ছাত্রীরাই বা পেল কোথা থেকে।
আরও পড়ুন: (Video of IIT Kanpur: লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো)
এক আধিকারিক বলেছেন যে এই খবরটি সামনে এসেছে ২৯ জুলাই। মাস্তুরি এলাকার ভাটচৌড়া গ্রামের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা এটি। ওইদিন স্কুলে এক ছাত্রীর জন্মদিন পালন করা হয়। এই সময়ের মধ্যে ক্যাপচার করা মুহূর্তগুলো, সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে ভাইরাল হয়ে গিয়েছে। বিলাসপুর জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) টিআর সাহু এই বিষয়ে তথ্য দিয়ে বলেছেন যে এই হতাশাজনক ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দলটি সোমবার সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকদের বক্তব্যও রেকর্ড করেছে।
আরও পড়ুন: (Health tips: ফল কিংবা সবজি, গোটা খাওয়া ভালো নাকি রস করে? উত্তর দিলেন পুষ্টিবিদ)
স্কুলে এই ধরনের ঘটনা যাতে না আর ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রিন্সিপাল এবং স্কুলের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক অধিকর্তা। এছাড়াও, জড়িত মেয়েদের অভিভাবকদেরও নোটিশ পাঠানো হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, অভিযুক্ত ছাত্রীরা বিয়ার পান করার কথা অস্বীকার করেছে। সাহু বলেছেন যে ছাত্রীরা তদন্ত দলকে বলেছিল যে তারা বিশেষত এমনি মজা করার জন্য বিয়ার খাওয়ার ভান করেছে, কিন্তু বিয়ার পান করেনি।