বাংলা নিউজ > টুকিটাকি > Viral news: ৯৮তেও যেন ২৬এর তরুণী! ১ ঘন্টায় কত কিমি দৌড়ালেন বৃদ্ধা? শুনলে অবাক হবেন

Viral news: ৯৮তেও যেন ২৬এর তরুণী! ১ ঘন্টায় কত কিমি দৌড়ালেন বৃদ্ধা? শুনলে অবাক হবেন

বিজয়ী হন ৯৮ বছর বয়সী বেটি লিন্ডবার্গ (Twitter)

Viral news: ৯৮ তেও যেন ২৬এর তরুণী‌। এক ঘন্টায় কত কিলোমিটার দৌড়ালেন এই বৃদ্ধা। শুনলে অবাক হবেন রীতিমতো।

বয়স পেরিয়েছে ৯০ এর কোঠা, ১০০ ছুঁতে আর দেরি নেই, অথচ শরীরে মনে এখনো যেন তরতাজা ২৬ এর তরুণী‌! অফিস করলে ভুল বলা হয় একইসঙ্গে প্রচন্ড ফিট তিনি। সম্প্রতি ৯৫ থেকে ৯৮ বছর বয়সী বৃদ্ধাদের জন্য একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আটলান্টায়। সেই প্রতিযোগিতাতেই বিজয়ী হন ৯৮ বছর বয়সী বেটি লিন্ডবার্গ। তাঁর এই জয়ের খবর রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কি সঙ্গে অসংখ্য মানুষকে শরীর ফিট রাখার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।

আরও পড়ুন: এত কম দিনে জন্ম সম্ভব? মাতৃগর্ভে সবচেয়ে কম সময় থাকার রেকর্ড দুই যমজ শিশু

আরও পড়ুন: দিব্যি হাসে, গালে টোলও পড়ে, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি! কী বলছেন বিশেষজ্ঞরা

প্রতি সম্প্রতি আটলান্টায় পাঁচ কিলোমিটার দৌড়ের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় বৃদ্ধাদের মধ্যে। তাতেই অংশ নিয়েছিলেন বেটি লিন্ডবার্গ। এক ঘন্টার মধ্যে ৫ কিলোমিটার দৌড়াতে হবে, প্রতিযোগিতার শর্ত ছিল এটাই। সেই মতো প্রতিযোগিরা দৌড় শুরুও করেছিলেন। তবে এক ঘন্টা সম্পূর্ণ হওয়ার ৫৪ সেকেন্ড আগে দেখা যায়, বেটি লিন্ডবার্গ ৫ কিলোমিটারের দাগে পা রেখেছেন! তাই না এই দৌড়টি সম্পন্ন করার সঙ্গে সঙ্গে গিনিস বুকের খাতায় নামও তুলেছেন বেটি। জিতে নিয়েছেন বয়স্কদের মধ্যে সেরা দৌড় প্রতিযোগী শিরোপা। দৌড় প্রতিযোগিতার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, বেটি লিন্ডবার্গ এক ঘন্টা সম্পূর্ণ হওয়া কয়েক সেকেন্ড আগে পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে। পাঁচ কিলোমিটার সম্পূর্ণ করে হালকা চালে ছুঁলেন নির্দিষ্ট লক্ষ্য। একইসঙ্গে জিতে নিলেন বিজয়ীর শিরোপা।

আরও পড়ুন: কুচকুচে কালো কেঁচো যেন কিলবিল করছে থালায়! থাইল্যান্ডের এই পদ নাকি জিভে জল আনে!

আরও পড়ুন: বয়সের তফাত অনেক, তবু বিয়ে করে দারুণ আছেন, নেটদুনিয়ায় জানাতেই ভাইরাল হট কাপল

গিনিস বুকে নাম তোলার এই দৌড় দেখে রীতিমত প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনরা। সমাজ মাধ্যমে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভিডিয়োটি প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক পেতে থাকে। সঙ্গে ভরে ওঠে কমেন্টের বিভাগটি‌। এক নেটিজেন লেখেন, ‘আমিও যেন বুড়ো বয়সে এমনই ফিট থাকতে পারি’। আরেকজন

লেখেন, ‘আগামীকাল থেকেই আমি ওজন কমানোর জন্য দৌড় শুরু করব।’ অন্য একজনের কথায়, ‘এই ৯৮ বছর বয়সী বৃদ্ধা আমাকে দারুন অনুপ্রেরণা জুগিয়েছে। এঁর কথা আমার বহুদিন মনে থাকবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন