বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: ডাক্তার কনে বললেন তাঁর মনের কথা! জেনে নিন ভাইরাল ভিডিয়োর নেপথ্যে থাকা আসল কাহিনি

Viral video: ডাক্তার কনে বললেন তাঁর মনের কথা! জেনে নিন ভাইরাল ভিডিয়োর নেপথ্যে থাকা আসল কাহিনি

গায়ে সাদা কোট পরে পরীক্ষা দিতে ঢুকছে এক কনে। (Twitter)

Viral video: গায়ে সাদা কোট পরে পরীক্ষা দিতে ঢুকছে এক কনে। গায়ে তখনও বিয়ের সাজ। এই ভিডিয়োই গোটা নেটদুনিয়ায় ভাইরাল হয় কিছুদিন আগে।

গায়ে সাদা কোট পরে পরীক্ষা দিতে ঢুকছে এক কনে। গায়ে তখনও বিয়ের সাজ। অথচ পরীক্ষা হলে বাধ্য ছাত্রীর মতোই পরীক্ষা দিতে ঢুকছে মেয়েটি। শ্রী লেক্ষ্মী অনিল নামের ওই মেয়েটির ভিডিয়ো কিছু দিন আগে ভাইরাল হয়ে যায় গোটা নেটদুনিয়ায়। বিয়ের যত তাড়াই থাক, পড়াশোনার জন্য তাঁর টান দেখে অবাক হন নেটিজেনরা। সেই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। নামটি জানা গেলেও সে আসলে কে, কী বৃত্তান্ত তা জানা ছিল না কারও। এবারে সেই গল্পই প্রকাশ্যে এল।

আরও পড়ুন: বিয়ের দিনে বাথরুমে মায়ের সঙ্গে এ কী করছেন বর! দেখে চমকে উঠলেন কনে

শ্রী লেক্ষ্মী অনিলের সেদিন ছিল‌ হাতে কলমে পরীক্ষা‌। লেখা পরীক্ষার মতো সেটিও বেশ গুরুত্বপূর্ণ। তাই ভিডিয়োতে সাদা পোশাকে দেখা যায় ওকে। সঙ্গে গলায় ঝুলছিল একটা স্টেথোস্কোপ।

হিউম্যানস অফ বম্বে সম্প্রতি শ্রীয়ের গল্পটি আরও জানার চেষ্টা করে। তারপরেই জানা যায় সে কেরলের মেয়ে। একইসঙ্গে তার চিকিৎসক হওয়ার স্বপ্নের কথাও জানা যায়। তাঁর কথায়,‘আট বছর বয়স থেকেই আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। সেই সময় একদিন আম্মা খুব অসুস্থ হয়ে পড়ে। আমাদের তখন হাসপাতালে দৌড়াতে হয়। বেশ কয়েক দিন সেখানে গিয়ে বসেছিলাম। তখনই এমন সাদা পোশাক পরা কাপড়ে কয়েকজনকে দেখি। গলায় স্টেথো জড়িয়ে তাদের নিয়মিত দেখতাম।’ তখনি তাঁর আম্মাকে সে চিকিৎসক হওয়ার কথা জানান শ্রী। বলেন,‘আমি তখনই ঠিক করে নিই। আমি মানুষকে চিকিৎসা করে সারিয়ে তুলব। তারপর থেকে ১০ বছর ধরে দিন রাত আমি খেটেছি। ক্লাসে ভর্তি হয়েছি। সেই মতো নিজের সবটুকু ঢেলে দিয়েছি। পড়াশোনার দিক থেকেও বেশ ভালো এগোচ্ছিলাম। ব্যক্তিগত জীবনেও বেশ ভালো কাটছিল। গত ফছর ওঁর (বর) সঙ্গে আমার পরিচয় হয়। তখন জানতে পারি আমাদের দুজনের অনেকটাই মিল রয়েছে। ও আমার কেরিয়ারকে বেশ সমর্থন করত। এগিয়ে যেতে উৎসাহ দিত রোজ। সেই থেকে আমাদের বিয়ের দিনও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।’

আরও পড়ুন: ক্লাস ফাইভে এই অঙ্ক এসেছে! বড়রাও হিমশিম খাবেন উত্তর পেতে, আপনি কি পারবেন

তবে পরীক্ষার দিন আর বিয়ের দিন যে একই দিনে পড়বে সে কথা স্বপ্নেও ভাবেননি তিনি। সে কথাই এই দিন তিনি বলেন। তবে এর জন্যও তিনি পিছিয়ে আসেননি‌। চ্যালেঞ্জটাকে গ্ৰহণ করে পরীক্ষি হলে ঠিক সময়মতো পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। লাখের উপর দর্শক শ্রীকে অভিবাদন জানায় এই মানসিকতার জন্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন