বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: বলিউডি কায়দায় ওড়না উড়বে— এমনটাই ইচ্ছে কনের! এর জন্য কী করতে হল? দেখুন Video

Viral video: বলিউডি কায়দায় ওড়না উড়বে— এমনটাই ইচ্ছে কনের! এর জন্য কী করতে হল? দেখুন Video

বলিউডি কায়দায় ওড়না উড়বে- এমনটাই ইচ্ছে কনের! (instagram)

Viral video: বলিউডি কায়দায় ওড়না উড়বে, তবেই না মজা। তাঁর জন্য শেষ পর্যন্ত অভিনব ফন্দি আঁটতে হল। কী করতে হল শেষ পর্যন্ত?

বলিউডি কায়দায় ওড়না উড়বে, এমন স্বপ্ন কার না থাকে। কিন্তু ওড়াবে কে? তার জন্য তো বিশেষ ব্যবস্থা চাই। দূর থেকে হাওয়া দেবে, তাতেই উড়তে থাকবে ওড়না। বন্ধ ঘরে এমন হাওয়াই বা আসবে কী করে? শেষ পর্যন্ত তাই আজব ফন্দি আঁটলেন কনে। ওড়না ওড়াতে কাজে লাগালেন একটি বিশেষ কারসাজি। আর সে কারসাজি এমনই যে ভাইরাল হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যেই।

(আরও পড়ুন: কলকাতা পুলিশের পেজে হঠাৎই শাহরুখ খান! উর্দিধারীদের প্রিয় এখন জওয়ান)

কী কারসাজি কাজে লাগিয়েছিলেন ওই কনে? ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁর। তাতে দেখা গিয়েছে, ওড়নার দুই পাশে বেশ কয়েকটি বেলুুন লাগানো রয়েছে। বেলুন তো এমনিই ভেসে থাকে উপরে। বেলুনের দড়িতে ওড়না বেঁধে রাখায় ওড়নাও উপরে উঠে এল। হাওয়ায় ভাসতে থাকা সেই ওড়না মাথায় দিয়েই ঘরে ঢুকলেন কনে। ঘরের মধ্য়ে থাকা এক ব্যক্তি এই সময় ক্যামেরায় সেই দৃশ্য বন্দী করেন। পরে সেই দৃশ্য ভাইরাল করে দেন ইনস্টাগ্রামে। ভিডিয়োটি দেখা মাত্রই অনেকে দারুণ চমকে গিয়েছেন। কনের বুদ্ধির রীতিমতো তারিফ করেন তাঁরা।

(আরও পড়ুন: দুধ খেতে ভালোবাসেন? এর একটি বড় ‘দোষ’ আছে, সেটি জেনে তবেই খান)

এই দিন একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বর-কনেকে একসঙ্গে দেখা যায়। ওই অনুষ্ঠানেই বিশেষ সাজে উপস্থিত হন বর-কনে দুজনে। কনের নজরকাড়া পোশাকের মধ্যেও নজর কাড়ে ওড়নার ধরন। বেলুন লাগিয়ে এভাবে ওড়না ওড়ানোর কায়দা অনেককেই অবাক করে দিয়েছে। ভিডিয়োতে দেখা যায়, ঘরে উপস্থিত অতিথি অভ্যাগতরাও বেশ অবাক হয়েছেন। তবে বর ও কনে কে দেখা যায় বেশ খোশমেজাজে। তাদের এক পাশ থেকে শুট করছিল অনুষ্ঠানের ফটোগ্রাফার।

অন্যদিকে, একটি গানও চলছিল ব্যাকগ্রাউন্ডে। বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘ম্যায় আগর কহু তুম সা হাসিন’ গানটি বাজানো হচ্ছিল ওই ঘরে। ‘ওম শান্তি ওম’-এর এই গানটি শুরু হতেই ঘরে প্রবেশ করে বর-কনে। সিনেমার কায়দায় ‘এন্ট্রি’ নেয় দুজনে। তার পরই দেখা যায়, বেলুন দিয়ে ওড়ানো ওড়নাটি। ভিডিয়োটি ভাইরাল হতেই নানারকম কমেন্ট ধেয়ে এসেছে। একজন বলেন, ‘দারুণ বুদ্ধি কাজে লাগিয়েছেন।’ আরেকজনের কথায়, ‘একেবারে কুল দেখতে লাগছে।’ ভিডিয়োটি ৪ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে। এর পর থেকে প্রায় ২০ লাখ ভিউস পেয়েছে সেটি।

বন্ধ করুন