সোয়াগ দেখিয়ে, নিজের দামি গাড়ির ট্যাঙ্ক ফুল করতে গিয়েছিলেন যুবক। ঠিকঠাক ভাবে খেয়াল না রাখায়, ওভারফ্লো হয়ে অনেকটাই ডিজেল নীচে পড়ে নষ্ট হয়েছে। আজকের দিনে সোয়াগ বিষয়টি বড়ই ভাইরাল। বেশিরভাগ রিল ভিডিয়ো বানানোর সময়, ক্রিয়েটররা দিগ্বিদিক শূণ্য হয়ে এমনই কিছু কাজ করে বসেন যে, তা মেনে নেওয়া খুব চাপের হয়ে দাঁড়ায়। এমনই একটি অস্বস্তিকর কাজ করেছেন রাজস্থানের এক যুবক। সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে পুলিশ।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে এদিন। ওই ভাইরাল ক্লিপে একবার নয়, দু'বার ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গায় এসইউভির ট্যাঙ্ক ফুল করতে দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই উপচে উঠে মাটিতে পড়েছে ডিজেল। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে যে ওই কন্টেন্ট ক্রিয়েটর ছেলেটি একটি দ্রুতগামী গাড়ির সানরুফে দাঁড়িয়ে বিলাস উপভোগ করছেন। গাড়ি থেকে নেমে গলায় মোটা সোনার হার পড়ে, ঠাট্টা তামাশা করছেন। ওই যুবকের এত উশৃঙ্খল কর্মকাণ্ড একেবারেই মেনে নেয়নি রাজস্থানের আজমীর পুলিশ। যে ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন তার কমেন্ট বক্সে ছুঁড়েছে গুরুগম্ভীর মন্তব্য। জানানো হয়েছে আইনি ব্যবস্থার কথা।
আরও পড়ুন: (Hair care tips: বর্ষায় সেলিব্রিটিরা কীভাবে চুলের যত্ন করছেন, শুনুন তাঁদের মুখেই)
নেটিজেনদের কী দাবি
এখনও পর্যন্ত এই পোস্টটি ৫ লক্ষ ১০ হাজারের বেশি বার দেখা হয়েছে। এই পোস্টে লাইক দিয়েছেন দুই হাজারের বেশি নেটিজেন। ক্রমাগত বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।। এমন মুদ্রাস্ফীতির পরিস্থিতিতে কেউ যদি ডিজেল ইচ্ছা করে নষ্ট করেন তা মানা যায় না। এমনটাই দাবি নেটিজেনদের এক অংশের। একজন ব্যবহারকারী লিখেছেন- এই ছেলেটি হলেন মানসিকভাবে প্রতিবন্ধী। এই ধনী ব্যক্তিকে, মানসিক রোগের জন্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া প্রয়োজন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে মনে হচ্ছে সবে মাত্র বড়লোক হয়েছেন। তাই এমন অদ্ভুত কাজ করেছেন। আরও একজন সরাসরি এইচপিসিএলকে ট্যাগ করে লিখেছেন, পেট্রোল পাম্পের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত!
কী মন্তব্য করেছে পুলিশ
@Nishantjournali নামের একজন ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ, #রাজস্থান #ইনস্টাগ্রাম দিয়ে। ভিডিয়োটি দেখে পুলিশ লিখেছে, এই মামলায় গাড়িটি এমভি আইনের অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যুবক ও পেট্রোল পাম্পের কর্মচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।