ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডাব্লিউই) তারকা দালিপ সিং রানা, 'দ্য গ্রেট খালি' নামে সুপরিচিত প্রায় সকলের কাজেই। আমাদের দেশের নামকরা কুস্তিগীর তিনি, সারা বিশ্বে ভারতের পতাকা উত্তোলন করে এসেছেন। খালির ভিডিয়ো প্রায়ইশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিয়ো একইভাবে ভাইরাল হচ্ছে। যেখানে কুস্তিগিরকে বিশ্বের সবচেয়ে ছোট মহিলা জ্যোতি আমগেকে হাতের তালুতে তুলে নিয়ে ঘোড়াতে দেখা গিয়েছে। অনেকেই খালির এই ভিডিয়ো পছন্দ করছেন, আবার অনেকে এমন কাজ করার জন্য খালির সমালোচনাও করছেন।
- বিশ্বের সবচেয়ে ছোট মহিলাকে হাতের তালুতে তুলে নিলেন খালি
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে খালি জ্যোতিকে তাঁর এক হাতের তালুতে ধরে রেখেছেন। জ্যোতির সারা শরীর খালির হাতের তালুতে। এই সময় খালিকে খেলনার মতো হাত দিয়ে জ্যোতিকে ঘোরাতে এবং বাতাসে ছুঁড় দিতে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি জ্যোতিকে নিজের পায়ের ওপর বসিয়ে নেন। এমন সময় জ্যোতি হাসছিলেন। এবং একটু হলেও লজ্জা বোধ করতে দেখা যাচ্ছিল তাঁকে। এই ভাইরাল হওয়া ভিডিয়োতে জ্যোতিকে খালির সামনে খেলনা পুতুলের মতো দেখাচ্ছিল।
- ভাইরাল ভিডিয়োটি দেখে মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন
এই ভিডিয়োটি খালি নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যা খবরটি লেখার সময় পর্যন্ত ৫৬ মিলিয়ন লোক দেখেছে এবং ৩ মিলিয়ন লোক পছন্দ করেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষজন। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- স্যার, চাঁদে ফেলবেন না। আরও এক লিখেছেন- যতই হোক তিনি একজন নারী এবং খালির সঙ্গে এমন আচরণ করা একেবারেই উচিত নয়। তৃতীয়জন লিখেছেন – খালি স্যারের হাতে তাঁর ২০০ গ্রাম প্রোটিন শেক।
উল্লেখ্য, গ্রেট খালির উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে খাটো নারীর খেতাব পেয়েছেন মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা জ্যোতি আমগে। মাত্র ৬২.৮ সেমি লম্বা এবং ৬ ডিসেম্বর ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহারাষ্ট্রের নাগপুর থেকে এসেছেন এবং বিশ্ব রেকর্ড করার পর থেকে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তিনি ২০১২ সালে রিয়েলিটি টিভি শো বিগ বস-এ অতিথি চরিত্রে এসেছিলেন। তার অফিসিয়াল ওয়েবসাইট বলছে মিসেস আমগে অগস্ট ২০১৪ এ আমেরিকান হরর স্টোরি: ফ্রিক শো এর চতুর্থ সিজনে অংশ নিয়েছিলেন।