বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার জন্য অসাধারণ সাহসিকতা এবং দক্ষতার প্রয়োজন। তবে এক ব্যক্তির কথা জানলে আঁতকে উঠবেন। হাত দিয়ে একটি দৈত্যাকার অ্যানাকোন্ডা ধরেছেন এই ব্যক্তি। শুধু তাই নয় এই বিড়াট সাপটিকে একটি চুম্বনও করেছেন তিনি।
ফ্লোরিডার চিড়িয়াখানার রক্ষক মাইক হলস্টনের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে এমনই শিহরণ জাগানো এক দৃশ্য।
আরও পড়ুন: ধূমপানের থেকেও ক্ষতিকারক একাকিত্ব! ‘হু’-এর গবেষণা উঠে এল ভয়ঙ্কর তথ্য
ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি নির্ভীকভাবে অ্যানাকোন্ডার মুখোমুখি হচ্ছেন। লোকটি বিশ্রামে থাকা সাপটিকে দ্রুত হাত দিয়ে ধরে নিয়েছেন। সাপটি তার হাতের চারপাশে নিজেকে মোড়ানোর চেষ্টা করলেও আসতে আসতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
আরও পড়ুন: এক গর্ভে দু'টি জরায়ু! প্রতিটিতে রয়েছে আলাদা সন্তান, কাহিনি জানলে চোখ কপালে উঠবে
এবং শেষমেষ দৈত্যাকার সাপটিকে চুম্বন করেন ওই ব্যক্তি। এই ভিডিও দেখে ওই ব্যক্তিকে 'আসল টারজান' বলে অভিহিত করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: নোংরা জল থেকে জ্বালানী! বিজ্ঞানীদের নতুন গবেষণা পৃথিবী বদলে দিতে পারে
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'কী অভিযান... সফলভাবে ভেনেজুয়েলার একটি দানব অ্যানাকোন্ডা কে ধরলাম", ১১ মিলিয়নেরও বেশি ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওটিতে এবংপ্রায় ২.৮৮ লক্ষ মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন ।
আরও পড়ুন: দাঁত থাকতে মর্ম বুঝছেন তো? এই ভুলেই মারাত্মক ক্ষতি হতে পারে, জেনে নিন
ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বাক্স। বৃহৎ সাপকে ধরে এমন চুম্বনের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।