বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: মুখ দিয়েই আঁকেন ছবি! মোদীকে ফুটিয়ে তুললেন কীভাবে? ভাইরাল হল সে ভিডিয়ো

Viral video: মুখ দিয়েই আঁকেন ছবি! মোদীকে ফুটিয়ে তুললেন কীভাবে? ভাইরাল হল সে ভিডিয়ো

মোদীকে ফুটিয়ে তুললেন কীভাবে? (Twitter)

বিশেষভাবে সক্ষম তিনি। আর তাই তো সাধারণভাবে নয়, বিশেষ কায়দায় ছবি আঁকতেও জানেন তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে নন্দিনী নামে এক মেয়ের এমনই ভিডিয়ো ভাইরাল হল এবার।

বিশেষভাবে সক্ষম তিনি। আর তাই তো সাধারণভাবে নয়, বিশেষ কায়দায় ছবি আঁকতেও জানেন তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে নন্দিনী নামে এক মেয়ের এমনই ভিডিয়ো ভাইরাল হল এবার। মেয়েটি বিশেষভাবে সক্ষম হওয়ায় হাত দিয়ে ছবিটি আঁকেন না। বরং মুখের সাহায্যেই তুলি ধরেন, আঁকেন একের পর এক মুগ্ধ করে দেওয়ার মতো ছবি। সেই তিনিই এবার আঁকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোর্ট্রেট। তাঁকে শ্রদ্ধা জানিয়েই তাঁর পোর্ট্রেট আঁকেন নন্দিনী। সেই নিয়ে একটি ভিডিয়োও তৈরি করা হয়। এবারে সেই ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। ভাইরাল হওয়ার পাশপাশি নরেন্দ্র মোদীও শেয়ার করলেন সেই ভিডিয়ো। জানালেন তাঁর শুভকামনা।

আরও পড়ুন: অর্থ উপার্জন বাড়বে হুহু করে, হবে লক্ষীলাভ! কোন কোন স্বপ্ন দেখলে এমনটা হয় জানেন

আরও পড়ুন: প্রতি মাসেই টাকা খরচ হয়ে যাচ্ছে দেদার, ৫ ব্যাপারে রাশ টানলেই বাঁচবে গাঁটের কড়ি

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা যায়, একটি মেয়ে দুর্দান্ত ছবি আঁকতে পারেন। কিন্তু হাত দিয়ে নয়, মুখ দিয়েই সেই কামাল করে দেখান তিনি। এভাবেই এত দিন এটের পর এক ছবি এঁকেছেন নন্দিনী। সম্প্রতি নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব অনুষ্ঠিত হল। সেই উপলক্ষেই নন্দিনী একটি পোর্ট্রেট আঁকেন মোদীজির‌। সেই আঁকার একটি ভিডিয়োও করা হয়। এরপর ভিডিয়োটি সমাজ মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়‌। প্রধানমন্ত্রীর ফিডেও উপস্থিত হয় সেটি। তারপরেই নরেন্দ্র মোদী সেটি তাঁর প্রোফাইলে শেয়ার করেন। ভিডিয়োটি দেখে রীতিমতো উচ্ছসিত তিনি। ভিডিয়োর ক্যাপশনে লেখেন, খুব সুন্দর ছবি! আজমেরের মেয়ে নন্দিনী আমাকে এভাএ শুভকামনা জানিয়েছে সত্যিই ভীষণ আপ্লুত। তার জন্য আমার শুভকামনা রইল।

ভিডিয়োটি ভাইরাল হতেই একের পর এক কমেন্ট টরতে থাকেন নেটিজেনরা। তার এই বিশেষ ক্ষমতার জন্য রীতিমতো তাঁর প্রশংসায় মেতে ওঠেন সবাই। একজন লেখেন,‘মুখ দিয়ে এভাবে একের পর এক ছবি আঁকা যায়, না দেখলে বিশ্বাস করা শক্ত।’ অন্য একজন লেখেন, ‘মোদীজির ছবি এত সুন্দর হয়েছে যে কোনও প্রশংসাই যথেষ্ট নয়!’ সব মিলিয়ে রাতারাতি নন্দিনী বেশ বিখ্যাত হয়ে পড়ছেন সমাজ মাধ্যমে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন