পোষ্য কুকুরদের বাড়িতে একা রেখে, বাইরে বেরিয়ে যাচ্ছেন মালিকরা। এদিকে, বেশিক্ষণ একা থাকতে না পেরে, অবলা এই প্রাণী যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসতে পারে, তারই জলজ্যান্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। যা দেখলে আতঙ্কিত হয়ে পড়বেন।
ঘটনাটি আমেরিকার ওকলাহোমার। ওকলাহোমার ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যাতে দেখা যায় একটি বাড়িতে কুকুরদের কারণে আগুন লেগে গিয়েছে। একটা কুকুর মুখের মধ্যে একটা অদ্ভুত জিনিস চিবিয়ে খাওয়ার পর থেকেই আগুনের সূত্রপাত।
আরও পড়ুন: (ভূমিধস নেমে কীভাবে ধ্বংস হয়েছিল ওয়েনাড়! স্যাটেলাইট চিত্রে যা দেখাল ISRO, প্রকাশ্যে সম্ভাব্য তিন কারণও)
ঠিক কী ঘটেছিল
জানা গিয়েছে যে কুকুরটির মুখে লিথিয়াম-আয়ন ব্যাটারি ছিল, যা সে চিবিয়ে খাচ্ছিল। ব্যাটারিটি হঠাৎ স্পার্ক করে, আগুন ধরে এবং তারপর বিস্ফোরিত হয়। এদিকে ব্যাটারি থেকে স্পার্ক বেরিয়ে আসতে দেখে, ভয় পেয়ে গিয়েছিল, ঘটনাস্থলে উপস্থিত তিন পোষ্য। এখানে-সেখানে দৌড়োতে শুরু করেছিল তারা। কুকুরটি ব্যাটারি নিয়ে যেহেতু গদিতে বসেছিল, তাই গদিতেও আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো ম্যাট্রেসটি পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: (Neha Bhasin: ‘ওষুধের কারণে ওজন বাড়তেও বডি-শেমড হয়েছি...’ অসুস্থতা নিয়ে মুখ খুললেন নেহা)
খবর, যখন ঘটনাটি ঘটে তখন বাড়িতে দু' টি কুকুর এবং একটি বিড়াল উপস্থিত ছিল, বাড়ির মালিক কোথাও দূরে ছিলেন। আগুনে বাড়িতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। তবে, সূত্রের খবর, আগুন লাগার পর বাড়ির প্রতিটি প্রাণীকেই নিরাপদে ঘর থেকে বের করে আনা হয়েছিল। পরিবারও নিরাপদে রয়েছেন।
ভিডিয়ো দেখে কী বলছেন নেটিজেনরা
একজন বলেছেন, আমি আনন্দিত যে প্রাণীরা অক্ষত অবস্থায় পালাতে পেরেছে। লিথিয়াম ব্যাটারির কিছু সমস্যা আছে যার সমাধান করা দরকার! দ্বিতীয়জনের দাবি, ঈশ্বরকে ধন্যবাদ তারা বেরিয়ে এসেছে! আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
আরও পড়ুন: (Bhumi Pednekar: 'নিজের শর্তে..' ফ্যাশনকে ঠিক কীভাবে ব্যাখ্যা করলেন ভূমি পেডনেকর)
প্রসঙ্গত, ওকলাহোমা ফায়ার ডিপার্টমেন্ট বলছে যে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য। অধি দফতর বলছে যে এই ধরনের ব্যাটারি সম্পর্কিত অনেকগুলি অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। তাই আমরা চাই জনসাধারণ এই ব্যাটারিগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করুন। নিরাপদ স্থানে রাখুন। ফায়ার ডিপার্টমেন্টের পাবলিক তথ্য অফিসার অ্যান্ডি লিটল বলেছেন, সম্ভাব্য বিপদ সম্পর্কে না জেনেই, অনেক ব্যক্তি এই ব্যাটারিগুলি তাদের বাড়িতে রেখে দেয় সুবিধার জন্য। বিপদ এড়াতে এমনটা না করার পরামর্শ দিয়েছে তিনি।