বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: সাপের এমন ফণা দেখেছেন কখনও? ভাইরাল ভিডিয়ো দেখে ভয়ে কাঠ নেটদুনিয়া

Viral video: সাপের এমন ফণা দেখেছেন কখনও? ভাইরাল ভিডিয়ো দেখে ভয়ে কাঠ নেটদুনিয়া

সাপের এমন ফণা বোধহয় আগে কখনও দেখেননি। (Twitter)

Viral video: সাপের এমন ফণা বোধহয় আগে কখনও দেখেননি। ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়‌। রীতিমতো হাড় হিম হয়ে যাওয়ার মতো ভিডিয়ো।

প্রকৃতির সুন্দর রূপ আমাদের ভীষণ মুগ্ধ করে। অনেকেরই গাছগাছালির ছায়ায় হারিয়ে যেতে ইচ্ছে করে। সেখানে বসে থাকতে মন চায় ঘন্টার পর ঘন্টা। কিন্তু প্রকৃতি যে সবসময় সুন্দর, তাও নয়। মাঝে মাঝে এর ভয়াবহ রূপ আমাদের চোখের সামনে ধরা দেয়। প্রকৃতির মধ্যেই থাকে নানা প্রজাতির হিংস্র জন্তু। সেগুলি মানুষের জন্য মোটেই সুবিধার নয়। বরং কিছু জন্তু রীতিমতো মানুষের বড় বিপদের কারণ হয়।

আরও পড়ুন: সকাল সকাল এইসব! জলখাবারের নমুনা দেখেই উড়ান সংস্থাকে তুলোধোনা শেফ সঞ্জীবের

বেশ কয়েকটি হিংস্র জন্তু ও সরীসৃপের মতোই সাপও ভয়ানক প্রাণী। খুব শান্ত প্রাণী হলেও সাপকে ভয় পায় না, এমন লোক খুব কম। এখনও গ্ৰামের দিকে বিষাক্ত সাপের ছোবলে অনেকে প্রাণ হারান। সাপের ভয়ে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা ঘরবাড়িতে থাকে।

আরও পড়ুন: ঘুমের আগে এই ৫টি কাজ করলেই হু হু করে কমবে ওজন, ফল পাবেন ম্যাজিকের মতো

সম্প্রতি তেমনই এক বিষাক্ত সাপের ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। বিষাক্ত সাপ বলতে যে সে সাপ নয়, একেবারে কিং কোবরা। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়ো তুলে শেয়ার করেন। তাতে দেখা যায়, একটি কিং কোবরা রীতিমতো ফণা তুলে বুকের উপর দাঁড়িয়ে আছে‌। দেখলে রীতিমতো হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। কতটা উঁচু ছিল সেই সাপ? একজন মানুষের গড় উচ্চতার সমান তো হবেই। লম্বায় অবশ্য তার তিনগুণ।

আরও পড়ুন: বাঘা ওষুধেও কিচ্ছু হচ্ছে না এদের, ভয়ানক জীবাণু থেকে কি আবার ছড়াবে অতিমারি

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে সুশান্ত লেখেন, কিং কোবরা কিন্তু সত্যি সত্যি ‘দাঁড়াতে পারে’। শুধু তাই নয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতায় উঠে চোখে চোখ রাখার ক্ষমতাও আছে তাঁর।

ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ২ লাখ ছাড়িয়ে যায় ভিউসের সংখ্যা। এছাড়াও ৩ হাজারেরও বেশি লাইক পড়ে। এমনকী ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্টে একের পর এক নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এক নেটিজেনের কথায়, ‘আমি আর আমার বাবা ৩ বছর আগে এই সাপ দেখেছিলাম‌। হাত পা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল।’ আরেকজনের কথায়,‘এমন দৃশ্য দেখলেও হাত পা ঠান্ডা হয়ে যায়।‌ সামনে থাকলে কী হত কে জানে!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন