মিষ্টির দোকানে ভাইরাল ইঁদুর। মিষ্টির উপর মনের আনন্দে দৌড়ে বেড়াচ্ছে প্রাণীটি। চিনে নয়, দিল্লির এক নামি মিষ্টি দোকানের ঘটনা এটি। সেই ভিডিয়ো এখন তুমুল ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মিষ্টি খেলে ভয়াবহ অসুখের চিন্তায় মাথায় হাত মানুষের।
ঘটনাটি ঘটেছে দিল্লির ভজনপুরা এলাকার আগরওয়াল সুইটসে। এই দোকানেই ইঁদুরকে মিষ্টি খেতে দেখা গিয়েছে। নবভারত টাইমস অনুসারে, খাজুরি চকের দোকানের ভিতরে এই বিরক্তিকর পরিস্থিতির ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন: (Dooars Darshan: মাত্র ৯৯৯ টাকাতেই ‘ডুয়ার্স দর্শন’, পুজোর আগে পর্যটকদের জন্য চালু দারুন প্যাকেজ)
ঠিক কী দেখা গিয়েছে ভিডিয়োতে
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একটি নয়, বরং বেশ কয়েকটি ইঁদুর চারদিকে লাফিয়ে বেড়াচ্ছে। কাঁচের ডিসপ্লে কেসে রাখা মিষ্টিও খাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা একটি গুরুতর স্বাস্থ্যবিধি সমস্যাই হাইলাইট করে। ইঁদুর থাকলেও, গ্রাহকেরা অবলীলায় সেই দোকান থেকে মিশটি কিনছেন, খাবার কিনছেন।
এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে ভিডিয়োতে, একজন স্টাফ সদস্যকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, কিন্তু তিনি কোনোভাবেই ইঁদুরটিকে তাড়ানোর চেষ্টা করেননি। এটি অবশ্যই দোকানের পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলেছে।
ভিডিয়োটি দেখে কী বলছেন নেটিজেনরা
আগরওয়াল সুইটসের সাম্প্রতিক ঘটনা দিল্লির রেস্তোরাঁয় খাদ্য নিরাপত্তা নিয়ে জনসাধারণের ক্ষোভের সৃষ্টি করেছে। বলা বাহুল্য, ভিডিয়োটি দেখে আতঙ্কের সৃষ্টি হয়েছে এক্স প্ল্যাটফর্মে। একজন লিখেছেন, খাবার নিরাপদ এবং পরিষ্কার, তা নিশ্চিত করা হোক।
সিঙাড়ায় ব্যাঙের দেখা
শুধু এটাই নয়। সম্প্রতি, খাবার দোকানের বেশ কিছু ঘটনা স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সেপ্টেম্বরে, একজন ব্যক্তি গাজিয়াবাদের বিকানের সুইটস থেকে সিঙাড়া কিনছিলেন, তাঁর স্ন্যাকসে হঠাৎই নজরে আসে একটি ব্যাঙ। ভিডিয়োবন্দি হয় মর্মান্তিক ঘটনাটি। গ্রাহকদের মধ্যে ক্ষোভের জন্মও দেয়। উদ্বেগ বাড়ায়।
প্রসঙ্গত, নেটিজেনদের বেশিরভাগজনই এই ধরনের নোংরা অবস্থা থেকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রাথমিক স্বাস্থ্যবিধি মানগুলি অনুসরণ করে না, এমন ধরনের খাবারের জায়গাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছেন তাঁরা।