বাংলা নিউজ > টুকিটাকি > Mango-Maggi Recipe: ম্যাংগো-ম্যাগি! এমন আজব খাবার খাবেন নাকি? রাস্তাতেই বানাচ্ছেন একজন, রইল রেসিপি

Mango-Maggi Recipe: ম্যাংগো-ম্যাগি! এমন আজব খাবার খাবেন নাকি? রাস্তাতেই বানাচ্ছেন একজন, রইল রেসিপি

আম-চাউমিন বানাবেন কীভাবে?

যদিও এই আম-ম্যাগি বানানোর ধরন-ধারণ দেখে অনেকেই বলেছেন, এমন আজব খাবার খাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁদের। এবার দেখুন, আপনি কী করবেন।

হালে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে Viral হয়ে গিয়েছে একটি রান্নার Video। এমন দু’টি উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই পদটি, তাতেই নেটবাসীরা ঘাবড়ে গিয়েছেন। এই দু’টি উপাদান কী কী? ম্যাগি এবং আম।

সম্প্রতি রাস্তার ধারে এক খাবারের দোকানে একজনকে এমনই আজব খাবার বানাতে দেখা গিয়েছে। ম্যাগি কোম্পানির নুডলস এবং আম মিশিয়ে তিনি তৈরি করেছেন এক আজব খাবার।

কীভাবে বানিয়েছেন এই পদটি?

  • প্রথমে চাটুতে মাখন দিয়ে সেটিকে গরম করে গলিয়ে নিয়েছেন।
  • তার পরে তাতে দিয়েছেন ম্যাগি মশলা।
  • এর পরে তাতে কিছুটা জল দিয়েছেন।
  • সবটা মিশে একটি তরল মিশ্রণ তৈরি হলে, তার মধ্যে দিয়ে দিয়েছেন ম্যাগি।
  • এর পরেই আসল জিনিস। এতে ঢেলেছেন ম্যাংগো ড্রিংক।
  • রান্না শেষ হয়ে গেলে তাতে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছেন আম। তৈরি ম্যাংগো-ম্যাগি।

মোটের উপর এটিই হল রেসিপি। কিন্তু এই খাবার মোটেই ভালো চোখে নেননি বহু নেটিজেন। তাঁদের মতে, এই দু’টি খাবার মোটেই একসঙ্গে খাওয়া সম্ভব নয়। এটি খুবই কিম্ভুত কিছু হবে। কেউ কেউ বলেছেন, দেখেই শরীর খারাপ লাগছে।

তবে খেতে যেমনই হোক না কেন, ইতিমধ্যেই বিরাট ভাইরাল হয়েছে এই ,Video-টি। ৫ হাজারের বেশি লাইক পেয়ে গিয়েছে এটি। দেড় লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন এটি। আপনি কি নিজে বানিয়ে দেখতে চান এই অদ্ভুত পদ? পরীক্ষা করতে ক্ষতি কোথায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন