তুমুল লড়াই করছে দুটি প্রাণী। সাধারণত মাটিতে শুয়েই থাকে এরা। কিন্তু ভয়ানক লড়াইয়ের জেরে রীতিমতো দুই পায়ে খাড়া! দুই কুমিরের মধ্যে এমন মারাত্মক লড়াই দেখলে হাড় হিম হয়ে যেতে পারে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। তাঁর টুইটার থেকে ভিডিয়োটি পোস্ট করতেই কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, একটি সুন্দর পার্কের পাশেই বীভৎস দুই কুমির। তারা নিজেদের মধ্যে তুমুল লড়াই করছে। লড়াইয়ের বহর এমন যে পরস্পরকে জড়িয়ে ধরে উঠে দাঁড়িয়েছে মাটি থেকে। দুজনেই দুজনকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিচ্ছে।
আরও পড়ুন: তিন ঘণ্টা থেমে রইল হার্ট! তার পরেও বেঁচে উঠল ২০ মাসের খুদে, কোন ম্যাজিকে
আরও পড়ুন: দোলে ভাং খান অনেকেই, এই ৫টি খাবার ভাঙয়ের সঙ্গে খেলেই হতে পারে মারাত্মক বিপদ
এমন ভয়ানক দৃশ্যের ভিডিয়ো পোস্ট করে সুশান্ত ক্যাপশনে লেখেন, লার্নিং টু ম্যানেজ কনফ্লিক্টস, আর্লি মর্নিং সিন ফ্রম আইআইএম ক্যালকাটা….(অ্যাজ রিসিভড ইন হোয়াটসঅ্যাপ)’। এর বাংলা করলে দাঁড়ায়, ‘কীভাবে দ্বন্দ্ব সামলাতে হয়, তা শিখছে এরা, আইআইএম কলকাতার একেবারে ভোরবেলার দৃশ্য এটি!’ পাশাপাশি কোথা থেকে এই ভিডিয়ো পেয়েছেন সে কথাও লেখেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। তাঁর কথায়, এটি তাঁর নিজের তোলা ভিডিয়ো নয়। বরং হোয়াটসঅ্যাপ মারফত পাওয়া।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমান নিয়ে পাইলটের স্টান্ট! চরম উল্লাস যাত্রীদের, কেন জানেন
প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি একটি কিং কোবরা সাপের ভিডিয়ো তুলেছিলেন। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, মারাত্মক বিষধর কিং কোবরা প্রায় একটি মানুষের সমান উঁচু হয়ে বুকের উপর দাঁড়িয়ে আছে। সরীসৃপ যে চাইলেই দাঁড়াতে পারে। সেই কথাই যেন এবারের আরেকটি ভিডিয়োতে প্রমাণ হয়ে গেল।
ভিডিয়োটি দেখলে হয়তো আপনারও ভয় ধরবে বুকের ভিতর। ভিডিয়ো পোস্ট করার পরেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই ৩ হাজার লাইক ও শেয়ার পায় ওই ভিডিয়ো। এক নেটিজেন নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে লেখেন,‘এত ভয়ানক কুমিরের লড়াই আমি আগে দেখিনি কখনও!’ অন্য নেটিজেনরাও তার সে কথায় সায় দেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup