শীতকাল পড়ে গিয়েছে। আর তার মানেই একের পর এক বিয়ের নেমন্তন্ন। প্রতিটি নেমন্তন্নতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। কারণ উপহার দেওয়া ছাড়াও বড় আকর্ষণ হল খাওয়াদাওয়া। বিয়েবাড়ির খাওয়াদাওয়া আবার ছাড়া যায় নাকি! কবজি ডুবিয়ে পেটপুরে খেলে তবেই না মনের শান্তি! তবে সব বিয়ে বাড়িতে তেমন শান্তি নাও পেতে পারেন। সম্প্রতি তেমনই এক বিয়ে বাড়ির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই বিয়ে বাড়িতে রুটি সেঁকতে দেখা গেল অতিথিদের। নিজের রুটি নিজে সেঁকে নিতে হবে। এমনটাই ছিল সে বিয়েবাড়ির খাওয়ার নিয়ম।
(আরও পড়ুন: নিরাপদ নয় মেলও! এক ক্লিকে উধাও হতে পারে ব্যাঙ্কের টাকা! বাঁচবেন কীভাবে)
ব্যাপারটা আরেকটু খুলে বলা যাক। আজকাল অনেক বিয়েবাড়িতে বুফেতে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। এতে অতিথিরা নিজেদের পছন্দমতো খাবার বেছে নিতে পারেন। বুফের শুরুতে থাকে স্টার্টার। তার পর মেন কোর্স। শেষে থাকে ডেজার্ট। এই তিনরকম খাবারের মধ্যে থেকে যে কেউ যেকোনও খাবার পছন্দমতো বেছে নিতে পারেন।
এই বিয়েবাড়িতে আদতে তেমনটাই ব্যবস্থা ছিল। তবে রুটিটা বাদে। রুটিটা নিজেকেই সেঁকে নিতে হবে অতিথিকে। কারণ? কেউ কম সেঁকা রুটি খেতে পছন্দ করেন। কেউ আবার বেশি সেঁকা রুটি ভালোবাসেন। তাই রুটিটা নিজেকেই সেঁকে নিতে হবে নিজের পছন্দমতো!
(আরও পড়ুন: টাইপ ৩ ডায়াবিটিসই নাকি মস্তিকের এক কঠিন রোগের কারণ! কেন বলছেন বিশেষজ্ঞরা)
সম্প্রতি ১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া এক্স-এ (যা আগে টুইটার ছিল) ভিডিয়োটি পোস্ট করা হয়। সেই ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই তা দ্রুত ভাইরাল হতে থাকে। ভিডিয়োতে দেখা যায়, এক অতিথি বাম হাত দিয়ে রুটি সেঁকছেন। এদিকে তাঁর ডান হাতে খাবারের প্লেট ধরা। ক্যাটারারের একজন রুটি বেলে দিতে অতিথিকে রুটি সেঁকে নিতে দেখা যায়। একজন গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন। পাশে দাঁড়িয়ে হাসতে দেখা যায় এক বৃদ্ধকে। কারণ ওই ব্যক্তির পরে সম্ভবত তিনিও একই কাজ করবেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর একের পর এক কমেন্ট ধেয়ে আসতে থাকে। নানারকম তীর্যক মন্তব্যে ভরে উঠতে থাকে কমেন্টবক্স। একজন লেখেন, ‘বিয়েবাড়িতে খেতে গিয়েছেন না রুটি সেঁকতে গিয়েছেন?’ অন্য আরেক নেটিজেনের কথায়, ‘বিয়েবাড়িতে এবার বাসনটাও ধুয়ে দিতে বলতে পারে। সাবধান!’ তবে ভিডিয়োটি দেখে অনেকেই বেশ মজা পেয়েছেন।