বিকিনি পরে ভিড় বাসে উঠে পরলেন এক মহিলা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে। ক্লিপটিতে তাঁর সহযাত্রীদের দেখা যাচ্ছে। কেউ কেউ বলেছেন যে, তাঁরা হতবাক হয়েছেন এটি দেখে। কেউ আবার এটিকে ‘অশ্লীল’ আচরণ বলেও অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লিতে।
ভিডিয়োটি শেয়ার করার সময় একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘আসলে ঘটনা ঠিক কী ঘটেছে, সেটা বোঝা যায়নি। শুধু দেখা গিয়েছে, বিকিনি পরিহিত এক মহিলা বাসে ওঠেন এবং এর কিছু ক্ষণ পরেই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা আর এক মহিলা যাত্রী বাসের অন্য অংশে চলে যান। ভিডিয়োটিতে এর পরে দেখা যায়, অন্য এক যাত্রী মহিলার থেকে দূরে সরে যাওয়ার জন্য তাঁর আসন ছেড়ে চলে যান।’
দেখে নিন, সেই ভিডিয়োটি।
পোস্টটি একদিন আগে শেয়ার করা হয়েছিল। তার পর থেকে এটি ৫.৩ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। শেয়ারের ফলে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে এই ভিডিয়ো। কেউ কেউ বাসে ওঠা বিকিনি পরা ওই নারীর সমালোচনা করলেও কেউ কেউ তাঁকে সমর্থনও করেছেন। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে কে কী পরবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।
(আরও পড়ুন: ফিট থাকলে কাজে ফিরে আসুন, স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত মহিলাকে অনুরোধ বসের)
একজন যেমন লিখেছেন, ‘সম্ভবত সে বাসে 'গেট রেডি উইথ মি' ট্রেন্ডটি চলছিল। সেটি অনুসরণ করার চেষ্টা করছিলেন উনি’। রসিকতা করে বলেছেন ওই ব্যক্তি।
‘হায় হায়! এটা কী?’ আর একজন অবাক হয়ে প্রশ্ন করেছেন।
এর পাশাপাশি যেমন এক জন মন্তব্য করেছেন, ‘এটা তাঁর শরীর এবং তাঁর পছন্দ। ওঁকে একা থাকতে দিন। ওঁর আচরণ আপনার পছন্দ না হলে, আপনি সেখান থেকে সরে যান। বা চোখ বন্ধ করে ফেলুন। কিন্তু ওঁকে হেনস্থা করার কোনও অধিকার আপনার নেই।’ এক জন এই যুক্তি দিয়েছেন। অনেকেই এই কথাটি সমর্থনও করেছেন।
(আরও পড়ুন: মন খারাপ লাগলেই ছুটি নিন, বস কিছু বলবে না!)
তবে এর বাইরে আরও এক ধরনের কথাও উঠে এসেছে। কেউ কেউ বলেছেন, আজকাল অপ্রয়োজনীয় অেক কিছুই আলোচনায় চলে আসে। আগেও এমন ঘটনা ঘটত। তবে সে সব নিয়ে কেউ এত আলোচনা করতেন না। এখন শুধু শুধু বেশি চর্চা হয় এবং তাতে সময় নষ্ট হয় বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।