খিদে পেলেই অনলাইনে একটা ছোট্ট ক্লিক, নির্দিষ্ট সময়ের আগেই দরজায় পৌঁছে যায় পছন্দের খাবার। রোদ, বৃষ্টি, ঝড় এড়িয়ে খাবার ডেলিভারি করে যান জোমাটো ডেলিভারি বয়। ইদানিং আবার যানজটে আটকে, সেখানেই খাবার অর্ডার করছেন গ্রাহকেরা। এদিন এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মোটেই ভালো চোখে দেখছেন না ভিডিয়োটি।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
ভিডিয়োটি ভাইরাল হয়েছে দিল্লি থেকে। মেহরাউলি-গুরুগ্রাম রোডের ঘটনা এটি। ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে বৃষ্টি পড়ছে। একজন জোমাটো ডেলিভারি এজেন্ট, অর্ডার করা খাবার হাতে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফোনে কথা বলতে বলতে একাধিক গাড়ির মধ্যে, গ্রাহকের গাড়িটিকে খুঁজে চলেছেন তিনি। দিল্লি ভিজিট নামক একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। স্ক্রিনে লেখা, 'ট্রাফিক জ্যামে কেউ খাবার অর্ডার করেছে।'
আরও পড়ুন: (Viral video: ৪৮ লাখ টাকার রোবট কুকুর কিনে বিরাট বিপদ! ভিডিয়ো দেখে চমকে যাবেন)
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কী বলেছেন
২.৪ লক্ষেরও বেশি ভিউ সহ, ভিডিয়োটি ৩,০০০ এর কাছাকাছি লাইক জমা করেছে। নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।তাঁরা বলছেন, বিষয়টা যদিও অমানবিক। একাধিক গাড়ির মধ্যে, গ্রাহকের গাড়িটিকে খুঁজে বের করা কতটা যে চাপের, তা ওই ডেলিভারি বয়কে দেখেই বোঝা যাচ্ছিল।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন, এমন কঠোর পরিশ্রমী কর্মীদের প্রতি শ্রদ্ধা রইল। এত খারাপ ওয়েদার থাকা সত্ত্বেও, আপনাকে আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি করে আসছেন। অন্য একজন আবার খাবারের অর্ডার দেওয়া গ্রাহককে নিন্দাই করেছেন। তাঁর কথায়, এটা খুবই অমানবিক। সবাইকে সম্মান করুন। বৃষ্টি হচ্ছে। দেখতে পাননি। তৃতীয় একজন বললেন, জানি তিনি এইভাবেই রোজগার করছেন, কিন্তু এটা উচিত নয়।
আরও পড়ুন: (More efficient Treatment for TB: যক্ষা রোগের চিকিৎসায় নতুন দিশা, আরও কার্যকর ওষুধ নিয়ে এল কেন্দ্র)
কয়েকদিন আগে, এমনই একই রকম আরও একটি ঘটনায় প্রকাশ্যে এসেছিল। ওই ভিডিয়োতেও দেখা গিয়েছিল যে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে ঠিক কতটা কষ্ট করতে হয় এই এজেন্টদের। এমনকি এক কোমর জলেও চলাচল করতে পিছপা হন না তাঁরা। এমনটাই করেছিলেন ওই এজেন্টও। তাঁর কঠোর পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা, প্রশংসিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ট্রোলের মুখে পড়েছিল জোমাটো কোম্পানি। নেটিজেনরাই পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে খাবার ডেলিভারি করার পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ রাখা উচিত।