হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ প্রেমিক। বয়স তাঁর ৮৫। সেই বিছানার পাশে দাঁড়িয়ে নেচে তাক লাগালেন সুন্দরী তরুণী। পেশায় একজন ইনফ্লুয়েনসার এই তরুণী টরন্টোর বাসিন্দা। নাম ব্রনউইন অরোরা। খুব স্বাভাবিকভাবেই, হাসপাতালের বিছানায় থাকা তাঁর বৃদ্ধ প্রেমিকের পাশে নিজের নাচের একটি ভিডিয়ো পোস্ট করে সমালোচনার মুখোমুখি হয়েছেন। অনলাইনে অনেকেই তাঁর ভিডিও দেখে বিরক্ত।
আরও পড়ুন: (Most Popular Boy Name: নোয়াকে পিছনে ফেলে ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম হল মহম্মদ)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী বয়ফ্রেন্ডের উইলে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তরুণী ইনফ্লুয়েনসারের নাম। রীতিমত লজ্জার মাথা খেয়েই এদিন তাই কালো জিন্স এবং একটি ট্যান টপ পরে নেচে ওঠেন তিনি। টিকটক-এ সেই নাচের ভিডিয়োই শেয়ার করে তরুণী জানিয়েছেন, বন্ধুরা, আমি উইলে জায়গা পেয়েছি। এই ইনফ্লুয়েনসার প্রায়শই তাঁর প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে রসিকতা করেন, কিন্তু এবার তাঁর ক্রিয়াকলাপ অনেক দর্শককেই অস্বস্তিতে ফেলেছে। কেউ কেউ পশ্চিমি সমাজের চালচলন নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: (Viral Video: দুবাইয়ে গাড়ির উপর সোনার গয়না পড়ে থাকল অবহেলায়, চেয়েও তাকাল না কেউ)
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
টিকিটকের ভিডিয়োটি এক্স এ শেয়ার করে ব্যবহারকারী আবার লিখেছেন, পশ্চিমা উদার সমাজ খুবই জঘন্য। এমন উচ্চাকাঙ্ক্ষা কখনোই মহান জিনিস নয়।
আরও পড়ুন: (Beauty Tips for Winter: শীতে যদি ব্রণ বা পিম্পলের সমস্যা বেড়ে যায়, তাহলে তা থেকে মুক্তি পাবেন এভাবে)
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক্স ব্যবহারকারীরা অরোরার এমন অমানবিক আচরণের সমালোচনা করে বলেছেন, পরিস্থিতি এত গুরুতর। এমন অবস্থায় অরোরার এমন আচরণ ভুল এবং অসম্মানজনক। আরও একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, সারা বছরে দেখা আমার চোখে সবচেয়ে খারাপ জিনিস, বলার জন্য আমার কোনও ভাষা নেই।
অন্যজন আবার ওই বৃদ্ধ বয়ফ্রেন্ডের প্রতি আবেগপ্রবণ হয়ে বলেছেন, আহা অসহায় বৃদ্ধ। কেবল তাঁর টাকার জন্য এমন করা অন্যায়। আরও এক ব্যবহারকারী বিদ্রুপের ইঙ্গিত সহ মন্তব্য করেছেন, মেয়েটি কি এটাও জানে না যে ওই বয়স্ক ব্যক্তি চাইলে তাঁর আইনজীবীকে কল করে উইল থেকে নাম সরিয়ে দিতে পারে।
প্রসঙ্গত, অরোরা তাঁর বয়স্ক বয়ফ্রেন্ডের সঙ্গে প্রায়শই ইনস্টাগ্রাম রিল পোস্ট করেন। কয়েক মাস আগে, তিনি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গেই একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন। ক্যাপশনে নিজেই লেখেন, 'তিনি আপনার দাদা হওয়ার জন্য যথেষ্ট।'
কিন্তু আজকের এই হাসপাতালের ভিডিয়ো ক্ষোভের জন্ম দিয়েছে, প্রায় প্রত্যেকেই এটিকে সংবেদনশীল এবং অনুপযুক্ত বলে অভিহিত করেছেন।