বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর শেষ প্রস্তুতির কাজ শুরু। বিশ্বকর্মা পুজো মানেই শপিং করে ফেলতে হবে তাড়াতাড়ি। বিশ্বকর্মা পুজোর মানেই আকাশে বাতাসে শুধুই পুজো পুজো ভাব। চলতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। আজ জেনে নিন বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে প্রিয়জনকে পাঠাবেন কী শুভেচ্ছা বার্তা।
চলতি বছর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৭:৪৭ মিনিট নাগাদ কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। কিন্তু রাতে বিশ্বকর্মা পুজো হয় না তাই ১৭ সেপ্টেম্বর সকাল ১১:০৮ থেকে দুপুর ১:৪৩ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজোর সময়সূচী ধার্য করা হয়েছে। বিশ্বের নির্মাতা তথা প্রজাপতি ব্রহ্মার পুত্র বিশ্বকর্মার আরাধনার মধ্য দিয়েই শুরু হবে দুর্গা পুজোর প্রস্তুতি।
(আরও পড়ুন: বন্যা প্রবণ অঞ্চলে দেখা দিচ্ছে খরা! এল নিনোর প্রভাবে বিপর্যস্ত ভারত, রিপোর্টে বড় তথ্য)
বিশ্বকর্মা পুজোয় পাঠান শুভেচ্ছা বার্তা
বিশ্বকর্মা পুজোর দিন আপনার ঘরে ভরে উঠুক আনন্দ এবং শান্তি। ঠাকুরের আশীর্বাদ সর্বদা তোমার মাথায় থাকুক। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।
সমস্ত দুঃখ দূর করে শান্তি ফিরে আসুক পৃথিবীতে, এই কামনার সঙ্গেই তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।
বিশ্বকর্মা জ্ঞান এবং কর্মের প্রতীক, বিশ্বকর্মার আশীর্বাদে তুমিও যাতে কর্মঠ হও সেই কামনাই করি। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অসংখ্য শুভেচ্ছা।
কর্ম ভালো হলে ফলাফল ভালো হবেই, বিশ্বকর্মা পুজোর দিন তোমার ভালো কর্মের ফল তুমি পাও এই কামনাই করি। তোমাকে জানাই বিশ্বকর্মা পূজার শুভকামনা।
(আরও পড়ুন: কফি ভালোবাসেন? তাহলে ট্রাই করুন এই নতুনত্ব কফি ককটেলগুলি)
জীবনে দুঃখ আসবেই কিন্তু সেই দুঃখ জয় করতে হবে তোমাকেই। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।
প্রত্যেক শিল্প ক্ষেত্রে আজকের দিনটি একটি বিশেষ দিন। বিশ্বকর্মা পুজোর হাত ধরে দিনটি হয়ে উঠুক আরও বেশি সুন্দর। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।