বাংলা নিউজ > টুকিটাকি > Healthy Lifestyle: বার্ধক্যে শক্তপোক্ত হাড় চান? গাঁটের ব্যথা দূরে রাখতে চান? মেনে চলুন এগুলো

Healthy Lifestyle: বার্ধক্যে শক্তপোক্ত হাড় চান? গাঁটের ব্যথা দূরে রাখতে চান? মেনে চলুন এগুলো

বার্ধক্যে শক্তপোক্ত হাড় পেতে মেনে চলুন এই নিয়ম

বয়স হলেও বুড়ো হতে চান না? গাঁটের ব্যথা, ক্ষয়ে যাওয়া হাড়ের সমস্যায় ভুগতে চান না? তাহলে অবশ্যই এই জিনিসগুলো মেনে। চলুন।

৫০ হল কী হল না অমনই গুটিগুটি পায়ে গাঁটের ব্যথা, হাড়ের ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা সহ একাধিক সমস্যা হাজির হয়। অথচ আপনি চাইলেই কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। তবে তার জন্য আপনাকে অল্প বয়স থেকেই কিছু জিনিস মেনে চলতে হবে। তিনজন মহিলার মধ্যে একজন এবং পাঁচজন পুরুষের মধ্যে একজন বাতের ব্যথার রোগী। অস্টেওপোরেসিস রোগটি হাড়ে থাকা মিনারেলের ঘনত্ব কমে যাওয়ার কারণে হয় যা হাড় ক্ষয় করে এবং ভেঙে পর্যন্ত যেতে পারে।

আমাদের হাড়ের ঘনত্ব, ইত্যাদি তৈরি হয় আমাদের অল্প বয়সে মূলত ৩০ বছরের মধ্যেই। মহিলাদের রজোঃনিবৃত্তি হয়ে যাওয়ার পর অস্টেওপোরেসিসের সমস্যা আরও বৃদ্ধি পায়। যদি সঠিক সময় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাড় ভঙ্গুর এবং দুর্বল হয়ে যেতে পারে।

তাই দেখে নিন মাসিনা হাসপাতালের ফিজিওথেরাপিস্ট ডক্টর দয়ারাম প্রজাপতি কী বলছেন, কেন হয় অস্টেওপোরেসিস।

১. ক্যালসিয়াম: রোজকার ডায়েটে কম ক্যালসিয়াম থাকা মানেই হাড়ের রোগের সমস্যা বৃদ্ধি পাওয়া। 

২. শরীর চর্চা: নিয়মিত শরীর চর্চা করা উচিত। যাঁরা নিয়মিত শরীর চর্চা করেন তাঁদের অস্টেওপোরেসিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

৩. ধূমপান এবং মদ্যপান: যাঁরা ধূমপান এবং মদ্যপান করেন তাঁদের হাড় ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় তাঁদের থেকে যাঁরা এই নেশা করেন না। ধূমপান করলে হাড়ের ঘনত্ব কমে যায়।

৪. লিঙ্গ: পুরুষদের তুলনায় মহিলাদের হাড়ের ঘনত্ব কম হয়। যার ফলে মহিলাদের অস্টেওপোরেসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

৫. চেহারা: যদি আপনি খুব রোগা হন বা আপনার বয়সের তুলনায় বৃদ্ধি না হয় তাহলে এর অর্থ আপনার শরীরে যতটা পরিমাণের হাড়ের ঘনত্ব এবং মাংশপেশির দরকার ছিল তা নেই।

৬. বয়স: যত আমাদের বয়স বাড়ে তত হাড় দুর্বল হয়।

অনুপ ক্ষত্রিয়, গ্লোবাল হাসপাতালের অর্থোপেডিক এর চিকিৎসক হাড় ভালো রাখতে কী করতে বলছেন দেখে নিন।

১. প্রত্যেকদিন ব্যালেন্সড ডায়েট খান। ফল, সবজি, ডাল, দুগ্ধজাতীয় দ্রব্য বেশি পরিমাণে খান রোজ। সঠিক পুষ্টি প্রয়োজন হাড়ের যত্ন নেওয়ার জন্য।

২. পূর্ণবয়স্ক পুরুষ যাঁরা ৫১-৭০ বছর বয়সী তাঁদের প্রতিদিন ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত। এবং মহিলাদের ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত।

৩. দুধ, চিজ, দই, ইত্যাদি খান বেশি করে।

৪. যতটা পারবেন গায়ে সূর্যের আলো লাগাবেন, এতে ভিটামিন ডি থাকে যা হাড়ের পক্ষে ভালো।

৫. ভিটামিন ই, অ্যামাইনো অ্যাসিড, ইত্যাদিও খুব উপকারী মাংসপেশি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য।

৬. নিয়মিত শরীর চর্চা করবেন। রোজ ৩০ মিনিট থেকে এক ঘণ্টা করে শরীর চর্চা করবেন। এতে মাংসপেশি এবং হাড় ভালো থাকে। যেমন সাইক্লিং, চড়াই রাস্তায় ওঠা, হাঁটা, ইত্যাদি। যোগ ব্যায়াম করতে পারেন।

৭. যদি ওজন বেড়ে গিয়ে থাকেন তাহলে সেটা কমানোর ব্যবস্থা করুন, যত ওজন বাড়বে তত হাড়ের উপর চাপ পড়ে।

৮. যতটা পারবেন কোল্ড ড্রিঙ্কস, কফি, ইত্যাদি জাতীয় খাবার কম খাবেন। কারণ এই পানীয়গুলো শরীরের ক্যালসিয়াম শুষে নেয়।

৯. মদ্যপান এবং ধূমপান কম করবেন।

১০. যখন বসবেন বা হাঁটবেন সঠিক ভাবে বসবেন বা হাঁটবেন।

টুকিটাকি খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.