বাংলা নিউজ > টুকিটাকি > Lip Balm: ঠোঁট ফাটার সমস্যায় সারা বছর ভোগেন? বাড়িতেই বানান লিপ বাম

Lip Balm: ঠোঁট ফাটার সমস্যায় সারা বছর ভোগেন? বাড়িতেই বানান লিপ বাম

বাড়িতে বানান লিপ বাম

Homemade Lip Balm: গোটা বছর ধরেই ঠোঁট ফাটে। কী করলে ঠোঁট নরম থাকবে ভাবছেন? বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ বাম। কীভাবে বানাবেন দেখে নিন পদ্ধতি।

এক একজন মানুষের ত্বকের ধরন এক একরকমের হয়। শীতকাল ছাড়াও অনেক তীব্র গরমে ঠোঁট ফাটে। কারও কারও তো আবার শরৎকালেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। আবার কারও ক্ষেত্রে এটা একটা বারোমাসি সমস্যা! সারা বছরই ঠোঁট ফাটে। তাই যদি ঠোঁট ভালো রাখতে চান, নরম রাখতে চান লিপ বাম ব্যবহার করা ভীষণই জরুরি।

তবে ঠোঁট ভালো রাখতে আমরা অনেক সময় যে বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনি সেগুলো যে সব সময় ভালো ফল দেয়, ঠোঁট ভালো রাখে এমনটা কিন্তু মোটেই নয়। ফাটা ঠোঁটের ক্ষেত্রে যে সেগুলো দারুন ভালো কাজ করে এমনটাও নয় আবার! কারণ এতে মেশানো থাকে ক্ষতিকর কেমিক্যাল। তাই আপনি যদি সত্যি কোনও রকম ক্ষতি ছাড়াই ঠোঁট ভালো রাখত চান তাহলে এমন লিপ বাম ব্যবহার করুন যাতে কোনও কেমিক্যাল নেই, বা থাকলেও ভীষণ কম মাত্রায়। কারণ কেমিক্যাল যুক্ত লিপ বাম ব্যবহার করলে ঠোঁট ফাটার সমস্যা অনেকটা বাড়তে পারে।

নিশ্চয় ভাবছেন কেমিক্যাল ফ্রি লিপ বাম কোথায় পাবেন? কেন ঘরে। বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ বাম তাও সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে। এই লিপ বাম ব্যবহার করলে যেমন আপনার ঠোঁট ফাটার সমস্যা দূর হবে তেমনই কমবে ঠোঁটের দাগছোপ, শুষ্ক ভাব। দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন লিপ বাম।

বাড়িতে লিপ বাম বানানোর পদ্ধতি।

নারকেল তেল: নারকেল তেলের লিপ বাম বানাতে চাইলে আপনাকে নিতে হবে এক চামচ ভেসলিন। এবার এটাকে গরম করে নিন। গরম করলে জিনিসটা যেই গলে যাবে তাতে দিয়ে দিন এক চামচ নারকেল তেল। এবার দুটোকে ভালো করে মিশিয়ে একটা কৌটোয় ভরে রাখুন। এবার এটা খানিকটা ঠাণ্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে বের করে নিলেই তৈরি আপনার লিপ বাম।

নারকেল তেল এবং কোকো বাটার: এক চামচ কোকো বাটার নিন। সেটাকে আগে গলিয়ে নিয়ে তাতে মিশিয়ে দিন নারকেল তেল। এবার এই দুটিকে ভালো লোর মিশিয়ে একটা কৌটোয় ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঠাণ্ডা হলে বের করে নিন আধ ঘণ্টা পর।

জোজোবা অয়েল এবং নারকেল তেল: এই লিপ বাম বানানোর জন্য এক চামচ নারকেল তেল নিন, তাতে মিশি দিন কয়েক ফোঁটা জোজোবা অয়েল মিশিয়ে দিন। এবার এটাকে মিশিয়ে কৌটোয় ভরে আধ ঘণ্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখুন।

নারকেল তেল এবং অ্যালোভেরা: এই লিপ বাম যদি বানাতে চান তাহলে আপনাকে সবার আগে গ্যাসে একটা প্যান বসিয়ে সেখানে এক চামচ নারকেল তেল দিতে হবে। সঙ্গে দিয়ে দিন অর্ধেক চামচ কারনুয়াবা ওয়াক্স। এবার এটাকে গলিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর তাতে দিন এক চামচ অ্যালোভেরা জেল। এবার পুরোটাকে মিশিয়ে একটা কৌটোয় ভরে ফ্রিজে ঢুকিয়ে দিন। ঠাণ্ডা হলে বের করে নিন।

নারকেল তেল এবং অলিভ অয়েল: এই লিপ বাম বানাতে চাইলেও আগেরটার মতো আপনাকে একটি প্যানে আগে নারকেল তেল দিতে হবে এক চামচ তার মধ্যে অর্ধেক চামচ কারনুয়াবা ওয়াক্স দিতে হবে। দুটোকে মিশিয়ে গলিয়ে নিন। তারপর নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে তাতে মিশিয়ে দিন এক চামচ অলিভ অয়েল। এবার এটাকে একটা কৌটোয় ভরে ঠাণ্ডা করে নিন।

বন্ধ করুন