১। এক ভদ্রলোক খোসা না ছাড়িয়েই কলা খাচ্ছে। তাই দেখে আরেক ভদ্রলোক বললেন, সেকি, আপনি দেখি খোসা না ছিলেই কলা খাচ্ছেন!
প্রথম জন জবাব দিলেন, তাতে সমস্যা কী? খোসার আড়ালে কী আছে সে তো আমি জানিই।
(আরও পড়ুন: শনিবারের মজা দ্বিগুণ বাড়িয়ে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর বিন্দাস হাসুন)
২। শ্যামলবাবু বিদেশ যাবেন। এয়ারপোর্ট পৌঁছে তিনি কর্তব্যরত কর্মকর্তাকে বললেন, ‘মাফ করবেন। আমি আমেরিকা যাব। আপনারা কি আমার ব্যাগটা লন্ডনে পৌঁছে দিতে পারবেন?’
কর্মকর্তা: না, স্যার। সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়।
শ্যামলবাবু: যাক, বাঁচা গেল। গতবারের মতো ঘটনা তাহলে ঘটাচ্ছেন না!
(আরও পড়ুন: গরম একদম ফুরুৎ! আজ তবে প্রাণখুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, রবিবার হোক মজার)
৩। স্টেডিয়ামে খেলা চলছে। এর মধ্যে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে দুই দর্শক। দেখেই রেগেমেগে ছুটে গেলেন কঠোর নিয়ম-শৃঙ্খলায় বিশ্বাসী দলের ম্যানেজার। অনিয়ম একদম সহ্য করতে পারেন না তিনি। সটান গিয়ে কলার চেপে ধরলেন দুজনের। তারপর হিড়হিড় করে টানতে টানতে আবার এনে বসালেন গ্যালারিতে, ‘এখানেই বসে থাক্। খেলা শেষ হতে এখনো পুরো বিশ মিনিট বাকি!’
(আরও পড়ুন: সকাল সকাল ছুটুক হাসির ফোয়ারা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)
৪। চোরকে বেঁধে রেখে পুলিশের কাছে নালিশ করতে এসেছে গেরস্ত।
পুলিশ: আপনি বলছেন যে আপনি চোরকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে এসেছেন?
গেরস্ত: হ্যাঁ, স্যার । দুই পা চেয়ারের সঙ্গে ভালো করে বেঁধে এসেছি।
পুলিশ: শুধু পা বেঁধেছেন?
গেরস্ত: হ্যাঁ, স্যার।
পুলিশ: গর্দভ কোথাকার! মুখ না বাঁধলে চলবে কী করে? সে তো সাহায্যের জন্য অন্য কাউকে ডাকলেই তার বাঁধন খুলে দিয়ে যাবে!
(আরও পড়ুন: সকাল সকাল দিল খুশ করে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন মন ভরে)
৫। অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন পলটুর ওপর। বড় কর্তা পলটুকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি। এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?’
পলটু বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’
‘নীচে কী দেখছ, আমার দিকে তাকাও?’—বড় কর্তার জবাব।