বিয়ের পর বউয়ের জন্মদিন বা বিবাহ বার্ষিকী ভুলে গেলে কপালে দুঃখ থাকে, কিন্তু তার থেকেও বড় সমস্যা তৈরি হয় যখন প্রেম চলাকালীন গার্লফ্রেন্ডের জন্মদিন ভুলে যান। আপনিও যদি গার্লফ্রেন্ডের জন্মদিন মনে না রাখতে পারেন তাহলে জাতীয় গার্লফ্রেন্ড দিবসে এই উপহারগুলো দিয়ে মন জয় করে নিন বান্ধবীর।
প্রতিবছর ১ আগস্ট জাতীয় গার্লফ্রেন্ড দিবস পালন করা হয়। এই দিন আপনি বান্ধবীকে খুশি করার সুবর্ণ সুযোগ হাতে পাবেন, যা একেবারেই হাতছাড়া করা যাবে না। ভালোবাসার কথা বলার পাশাপাশি বান্ধবীর প্রিয় জিনিসগুলি দিয়ে মন জয় করে ফেলুন তার। তাহলেই দেখবেন জন্মদিন ভুলে যাওয়ার সমস্ত রাগ একেবারে গলে জল হয়ে গেছে।
(আরও পড়ুন: আপনার প্রচেষ্টাকে গুরুত্ব না দেওয়ায় সঙ্গীর উপর ক্ষিপ্ত? ঠিক করছেন কী?)
সুগন্ধি মোমবাতি: সব সুগন্ধি মোমবাতি শুধুমাত্র আলু প্রচলিত করে না, এমন কিছু সুগন্ধি মোমবাতি রয়েছে যার গন্ধ আপনার বান্ধবীর মন শান্ত করে এবং মনকে করে তোলে ফুরফুরে। এখন মার্কেটে অনেক রকমের সুগন্ধি মোমবাতি পাওয়া যায়। একদিকে যেমন বিভিন্ন ফল এবং ফুলের গন্ধের মোমবাতি পাওয়া যায় তেমন কিছু কিছু মোমবাতি পুরনো দিনের কথাও মনে করে দেয়। এবার আপনার বান্ধবীর পছন্দমতো মোমবাতি নিয়ে এসে তাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আপনার।
কাস্টমাইজ গয়না: এখন অর্ডার দিলেই বিভিন্ন রকম কাস্টমাইজ গয়না তৈরি করে দেওয়ার মানুষ প্রচুর রয়েছেন। নামের প্রথম অক্ষর দিয়ে অথবা ছবি দিয়ে ছোট ছোট পেন্ডেন্ট তৈরি করে উপহার দিতে পারেন বান্ধবীকে। এছাড়া আংটি অথবা ব্রেসলেটও উপহার দিতে পারেন। যেটা আপনার বান্ধবী পছন্দ করেন তেমনি উপহার দিয়ে তাঁকে চমকে দিন।
কফি মগ: এখন বাজারে অনেক রকম কফি মগ পাওয়া যায়। এমনও কফি মগ পাওয়া যায় যেগুলি ধরলে ভেতরের উত্তাপ বোঝা যায় না। আবার এমনও কফি মগ রয়েছে, যেখানে গরম জল বা গরম তরল ঢাললে নাম বা ছবি ফুটে ওঠে। তেমনই একটি কফি মগ উপহার দিতে পারেন আপনি আপনার বান্ধবীকে।
(আরও পড়ুন: বাবা হতে চান? কিভাবে নিজের প্রজনন এবং শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন?)
বই: আপনার বান্ধবী যদি বইপোকা হয়, তাহলে এটি সুন্দর বই উপহার দিতে পারেন তাঁকে। তবে বইয়ের পাশাপাশি ফুলের তোড়াও উপহার দিতে পারেন একসঙ্গে। আবার ফুলের তোড়ার মধ্যে বই প্যাক করেও দিতে পারেন, এটাও একটি অনন্য উপহার হতে পারে আপনার বান্ধবীর জন্য।