Video: 'ফুচকা স্যান্ডউইচ' বানালেন ফুড ভ্লগার, রক্কে করো রঘুবীর!
1 মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2022, 03:54 PM IST- তাই বলে ফুচকা দিয়ে স্যান্ডউইচ! হ্যাঁ, এমনই 'পাপ' করলেন ব্যাঙ্গালোরের এক ফুড ভ্লগার।
ফুচকা নিঃসন্দেহে দেশের জনপ্রিয়তম স্ট্রিট ফুড। আর ফুচকা নিয়ে এক্সপেরিমেন্টও কম হয় না। দই ফুচকা, চিকেন ফুচকা এমনকি ভদকা ফুচকাও করা হচ্ছে। কিন্তু, তাই বলে ফুচকা দিয়ে স্যান্ডউইচ! হ্যাঁ, এমনই 'পাপ' করলেন ব্যাঙ্গালোরের এক ফুড ভ্লগার।
ভিডিয়োটি ভ্লগার অঞ্জলি ধিংরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এটি ১ লক্ষ ৮২ হাজারেরও বেশি ভিউ পেয়েছে।
ভাইরাল ক্লিপে, ফুড ব্লগারকে পাউরুটির স্লাইসে পুদিনা চাটনি, পেঁয়াজ এবং টমেটো দিতে দেখা গিয়েছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর একটি টুকরোতে, ফুচকার আলুর পুর এবং ফুচকা দেয়। স্যান্ডউইচ তৈরি করার পরে, সে একটি কামড়ও দেয়। 'এটি সত্যিই ভাল, আপনাদের ট্রাই করা উচিত,' ভিডিয়োতে অঞ্জলি বলেছেন।
দেখুন সেই ভিডিয়ো :
এই ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। এমনিতেই ফুচকা ভক্তের সংখ্যা নেহাত্ কম নয়। তাই ফুচকা বিষয়ক কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ভালই চলে। কিন্তু ফুচকা নিয়ে এমন 'ছেলেখেলা' মেনে নিতে পারছেন না অনেকেই।
আপনার এই আজব রেসিপি কেমন লাগল? ট্রাই করবেন নাকি এই ফুচকা স্যান্ডউইচ?